ইলিশ খুঁজতে গিয়ে মাঝ সমুদ্রে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে মৎস্যজীবীরা, গত ১৫ই জুন থেকে ব্যান্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিলেন সমুদ্রে। বুধবার ঝড়বৃষ্টি শুরু হতেই ট্রলারগুলি এক সঙ্গে দিঘা (Digha) মোহনায় ঢোকার চেষ্টা করছিল। তখনই চরায় ধাক্কা খায় ট্রলার দুটি। ইলিশের সন্ধানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দিঘা (Digha) মোহনার দুটি ট্রলার। বুধবার রাতে ফিসিং করে ফেরার সময় অন্নদাময়ী ও শিবানী নামে দুটি ট্রলার দিঘা মোহনার মুখে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায়। দুটি ট্রলারে প্রায় ৩০ জন মৎস্যজীবী ছিলেন। তাঁরা দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে কোনওক্রমে বেঁচে শঙ্করপুরে কাছে তিরে উঠেছেন । এই মুহূর্তে সেই ট্রলার দুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি ট্রলারের তৈরির খরচ পড়ে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। দিঘা মোহনায় ড্রেজিং না হওয়ার জন্য মূলত এই দুর্ঘটনা বলে জানিয়েছেন দীঘা (Digha) শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। ট্রলারের অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন মৎস্যজীবীরা।
নিষেধাজ্ঞা উঠে গিয়েছে দু’সপ্তাহ। মাছ নিয়ে ফিরে আসছে ট্রলায়। দুদিন আগেই মাছ নিয়ে ট্রলার ফিরে আসে। কিন্তু তাতে দেখা মেলেনি ইলিশের। ছোটো ইলিশ না ধরার জন্য লাগাতার প্রয়াস চালানো হচ্ছে। সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদেরও। ইলিশের খোঁজে ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা। কিন্তু বুধবারের ঝড়বৃষ্টিতে ঘটে গেল বিপর্যয়।
আরও পড়ুন – ফের চর্চায় দিল্লি মেট্রো , দিল্লি মেট্রোর অন্দরে সেই মারপিটের দৃশ্য, দেখুন
গত ১৫ই জুন থেকে ব্যান্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিলেন সমুদ্রে। বুধবার ঝড়বৃষ্টি শুরু হতেই ট্রলারগুলি এক সঙ্গে দিঘা (Digha) মোহনায় ঢোকার চেষ্টা করছিল। তখনই চরায় ধাক্কা খায় ট্রলার দুটি।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )