Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
'অবাক হয়ে যাচ্ছি। ওঁর অ্যাকাউন্ট নেই?' অভিষেকের সম্পত্তি মামলায়

‘অবাক হয়ে যাচ্ছি। ওঁর অ্যাকাউন্ট নেই?’ অভিষেকের সম্পত্তি মামলায় কটাক্ষ দিলীপ ঘোষের

‘অবাক হয়ে যাচ্ছি। ওঁর অ্যাকাউন্ট নেই?’ অভিষেকের সম্পত্তি মামলায় কটাক্ষ দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে হত্যার আশঙ্কা প্রকাশ দিলীপ ঘোষের

‘লিপস এন্ড বাউন্ডসের’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি ডিরেক্টরদের সম্পত্তির হিসাব আদালতে জমা করেছিলেন ইডি। আর এবার তৃণমূল সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তার কথায়, ‘অবাক হয়ে যাচ্ছি। ওঁর অ্যাকাউন্ট নেই?’ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টের হদিশ না পাওয়ায় কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে ইডিকে। সেই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে আরও তদন্ত হওয়া উচিত বলে জানান তিনি।

আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে টুইট মুখ্যমন্ত্রীর, বাংলায় টুইট করলেন অমিত শাহ

দিলীপ এদিন জানান, যিনি বিদেশে গেলে একেক বারে ২৫ লাখ টাকা খরচ হয়, যিনি দু – তিনবারের সাংসদ, তাঁর কোনও অ্যাকাউন্ট নেই। সরকার বেতন দেন অ্যাকাউন্টে। সেটা কোথায় দিচ্ছে? উনি কি লিখে দিয়েছেন, দান করে দিচ্ছেন? দ্বিচারিতা একটা সীমা থাকা উচিত। পুরো বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে জানান তিনি।

 

দিলীপ এদিন জানান, আদালত ঠিক পর্যবেক্ষণ করেছে। এত কোটি টাকার বাড়িতে থাকেন, সেই বাড়ির মালিকটা কে? যে গাড়ি চড়েন সেটা কার? দিলীপ বলেন, ‘ওই এলাকায় বহু বাড়ি শুনেছি ওনাদের পরিবারের নামে কেনা রয়েছে। কার নামে কেনা রয়েছে? এটার আলাদা একটা তদন্ত হওয়া উচিত।’

 

মঙ্গলবার সকালে খড়্গপুরে চা চক্রে দিলীপ ঘোষ। একাধিক ইস্যু নিয়ে রাজ্যকে তোপ দাগলেন মেদিনীপুর লোকসভার বিজেপি সাংসদ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফের চিঠি দিয়েছে ইউজিসি। সে সম্পর্কে দিলীপ জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটছে তা লজ্জাজনক। দীর্ঘদিন ধরেই অব্যবস্থা চলছিল। এতকিছু ঘটে গেল তবু কর্তৃপক্ষের কোন রেসপন্স ছিল না। সম্পূর্ণ ঘটনা তদন্ত হওয়ার প্রয়োজন। সম্পূর্ণ অপরাধ মুক্ত, দুর্নীতিমুক্ত করতে হবে গর্বের বিশ্ববিদ্যালয় কে। অবব্যবস্থা মুক্ত করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে- দাবি দিলীপ ঘোষের।

 

ধূপগুড়ির তৃণমূল জয়ী প্রার্থীর শপথ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজ্য রাজ্যপাল সংঘাতের মাঝেই নতুন করে সমস্যা তৈরি হয়েছে উপ নির্বাচনে জয়ী বিধায়কের শপথ নিয়ে। দিলীপ এ প্রসঙ্গে বলেন, ‘স্পিকার কেন মধ্যস্থতা করছেন না? তৃণমূল এখন সব জায়গায় রাজনীতি, ঝগড়া করে খবরে আসতে চায়। শপথ গ্রহণ গিয়ে কেন বিতর্ক হচ্ছে।’ এটা হওয়া উচিত নয় বলে দাবি করেন তিনি।

 

পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, তথ্য চাপা দেওয়া হয়। সারা বছর ধরে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। তাও সরকারের হেলদোল নেই। এখন শোনা যাচ্ছে বিজেপি নেতাদের বাড়িতে গিয়ে চেক করা হবে ডেঙ্গুর মশা জন্মচ্ছে কিনা। হাসপাতালগুলোতে কেন পরিদর্শন করা হচ্ছে না? সমস্ত শহরগুলোকে ডেঙ্গুর উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে দাবি দিলীপ ঘোষের।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top