ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শুভেন্দু, ভিতরে ঢুকতে না দেওয়া গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ

'চাকরিপ্রার্থীরাও রাজভবনের সামনে ধর্ণা দিতে চায়,' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন শুভেন্দু

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়কদের মঙ্গলবার সকালে ভেতরে ঢুকতে দিলো না পুলিশ। আর এই ঘটনা জেরে স্বাস্থ্য ভবনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের নিয়ে হঠাৎই স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু তাঁকে ভেতরে ঢুকতেই দিল না পুলিশ।

আরও পড়ুন: ‘অবাক হয়ে যাচ্ছি। ওঁর অ্যাকাউন্ট নেই?’ অভিষেকের সম্পত্তি মামলায় কটাক্ষ দিলীপ ঘোষের

গত কয়েকবছর ধরেই এই সময়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা যায়। করোনা পর্বে ডেঙ্গি (Dengue Situation) আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত বছর থেকে ফের ডেঙ্গি চোখ রাঙাচ্ছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তায় প্রশাসনও। জেলাশাসক থেকে স্বাস্থ্য অফিসারদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

 

মঙ্গলবার সকালে আচমকাই শুভেন্দু অধিকারী, ২২জনকে বিজেপি বিধায়ককে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। কিন্তু গেটের বাইরেই তাঁদের আটকে দেন নিরাপত্তারক্ষীরা ও পুলিশকর্মীরা। ভেতরে ঢুকতে চান শুভেন্দুরা। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শুভেন্দুরা জোর করে ভেতরে ঢুকতে গেলেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। 

 

তাঁদের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি ও প্রস্তাব দিতে এসেছিলেন। কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে সেটাই জানতে চেয়েছিলেন শুভেন্দুরা। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেওয়ার স্বাস্থ্য ভবনের গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেইসঙ্গে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

 


স্বাস্থ্য ভবনের সামনে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। অভিযোগ, পুলিশদের ধমকেছেনও তিনি। তারপরই দেখা যায়, বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন। শুভেন্দু বলেন, ‘শুনলাম, আমাদের তুলে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তাই আমরাই ভ্যানে উঠে পড়লাম।’

 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ সফরে ছিলেন তখন রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শুভেন্দু। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত বুধবার নবান্নে যাবেন বলে জানান তিনি। যদিও স্বরাষ্ট্রসচিব বুধবার তাঁকে সময় দেননি, শনিবার আসতে বলেন। শেষ পর্যন্ত শনিবার বিরোধী দলনেতা নবান্নে যাননি। মঙ্গলবার দেখা গেল বিজেপি বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করলেন তিনি।

en.wikipedia.org