নিজস্ব সংবাদদাতা ১২ নভেম্বর ২০২০ আলিপুরদুয়ারঃ বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ জয়গাতে জন সভায় যোগ দিতে যাওয়ার পথে দলসিংপাড়াতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গাড়ি নিয়ে র্যালী করতে গেলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যাপক বচসাও বেঁধে যায়। জয়গাঁর মঙ্গলাবাড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর পাথর বৃষ্টির অভিযোগ গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের বিরুদ্ধে। দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো হয়েছে।পুলিশের অনুমতির বাইরে একশো বাইক নিয়ে র্যালি করার চেষ্টা করলে, দিলীপ ঘোষের ওই রাজনৈতিক কর্মসুচিতে বাঁধা দেয় পুলিশ।পুলিশের অভিযোগ পঁচিশটি বাইক নিয়ে র্যালির অনুমতি নিয়েছিল বিজেপি।ওই ঘটনাকে কেন্দ্র করে জয়গাঁর দলসিংপাড়ায় ভয়ঙ্কর বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সমর্থক ও পুলিশ কর্মীরা।পুলিশের কর্ডন ভেঙে বেআইনি ভাবে বাইক র্যালি চালিয়ে যাওয়ার অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে। এরপর ওই র্যলি জয়গাঁর জিএসটি মোড়ে পৌঁছতেই একদল মোর্চা সমর্থক কালো মাস্ক ও কালো পতাকা দেখিয়ে দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হয় ।
আরও পড়ুন…তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ , চলল গুলি মৃত ১
ঢিলে গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে৷ তবে জন সভায় পৌছে ভাষন দিতে শুরু করেছেন দীলিপ ঘোষ।মোর্চা এই অভিযোগ অস্বিকার করেছে।