দিনহাটায় আন্তর্জাতিক আবৃত্তি উৎসব। আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ২০২৩ দিনহাটায় অনুষ্ঠিত হল।রবিবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তৃতীয় বর্ষ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের বাচিক শিল্পী পারভেজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়,দিল্লি আকাশবাণীর সঞ্চালক প্রনব দত্ত,
কলকাতার বাচিক শিল্পী রুম্পা দে, আসামের সঞ্জয় সরকার, বিশিষ্ট বাচিক শিল্পী রামগোপাল সাহা, বিশু ধর, জয়দীপ সরকার, নারায়ণ সরকার, সাথী বর্ধন, গোকুল সরকার প্রমূখ । আবৃত্তি পরিষদের উদ্যোগে এ বছর এই অনুষ্ঠান তৃতীয় বর্ষ বলে উদ্যোক্তাদের শিলাদিত্য রায় জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বাচিক শিল্পী পারভেজ উল্লেখ করেন, আবৃত্তি সমাজের আয়না, বর্তমান সময়কালে আবৃতি নানাভাবে মানুষকে আকৃষ্ট করে। এই শিল্পের মধ্য দিয়ে দুই বাংলাকে আরও মিলেমিশে একাকার করে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম আবৃত্তির উপযোগিতা তার প্রচার ও প্রসারের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কাঁটাতার দুই বাংলাকে ভাগ করলেও দুই দেশের ভাষা সংস্কৃতিকে কোনভাবেই শত চেষ্টাতেও ভাগ করা যাবে না। সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়েই সম্ভব কাঁটাতারের বিভেদ ঘুচিয়ে দিয়ে দু’দেশের সম্পর্ক কে আরও সুন্দর করে তোলা ।
আরও পড়ুন – অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ
অনুষ্ঠানের উদ্বোধনের পর আবৃত্তি পরিষদের নির্বাচিত শিল্পীদের প্রতিযোগিতামূলক একক কবিতা পাঠ হয়। বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতাকে একটা অন্যমাত্রায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেই চলেছে সংস্থা। প্রশিক্ষক শিলাদিত্য রায় জানান, প্রতিযোগিতামূলক আবৃতির বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন অতিথি বাচিক শিল্পীরা যারা দেশ ও দেশের বাইরে থেকে এসেছেন।
উল্লেখ্য, দিনহাটায় আন্তর্জাতিক আবৃত্তি উৎসব। আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ২০২৩ দিনহাটায় অনুষ্ঠিত হল।রবিবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তৃতীয় বর্ষ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের বাচিক শিল্পী পারভেজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়,দিল্লি আকাশবাণীর সঞ্চালক প্রনব দত্ত, আবৃত্তি উৎসব