ব্যস্ত রাস্তায় পড়ে রইল ৭ কোটির রোলস রয়েস, চাবি ছেড়ে গেলেও চুরি গেল না গাড়ি! দিনেদুপুরে নিজের রোলস রয়েস গাড়িটি রাস্তার ধারে রেখে ঢুকেছিলেন জিমে। সন্ধ্যা নামার পর জিম থেকে বেরিয়েও সে গাড়িটি রাস্তায় দাঁড় করানো এবং অক্ষত অবস্থায় পেয়েছেন। ৭ কোটির বেশি টাকার ওই রোলস রয়েসের মালিকের দাবি ছিল, গাড়িটি চাবি-সহ রাস্তায় ছেড়ে রেখে গেলেও সেটি চুরি হবে না। এতটাই সুরক্ষিত তাঁর শহর দুবাই! নিজের দাবি প্রমাণেই ব্যস্ত রাস্তায় এ ভাবে তাঁর দামি এসইউভি-টি ছেড়ে রেখেছিলেন দুবাইয়ের বাসিন্দা আয়মন আল ইয়ামন। ইনস্টাগ্রামে তাঁর এ হেন ভিডিয়ো দেখে হতবাক অনেকে। তাঁদের প্রশ্ন, ‘‘এমনও হয় নাকি?’’
দুবাইয়ে ওই রোলস রয়েস কালিনান এসইউভি-র দর হল প্রায় ৩ কোটি দিরহাম। ভারতীয় মুদ্রায় যায় অর্থমূল্য ৭ কোটি ২ লক্ষ টাকা। ফলে আয়মনের ওই ভিডিয়ো দেখে অনেকেই বিস্মিত। তবে গোটা ভিডিয়োটির সত্যতা নিয়ে সন্দিহান একাংশ। ইনস্টাগ্রামে তাঁদেরই এক জনের মন্তব্য, ‘‘গাড়ির চাবির সঙ্গে নিজের ক্যামেরাম্যানকেও কি ছেড়ে গিয়েছিলেন আপনি?’’ যদিও অনেকেই জানিয়েছেন, দুবাইয়ে এমন হওয়াটাই স্বাভাবিক। দামি গাড়ি রাস্তায় ফেলে রাখলেও খোয়া যায় না। তবে গাড়ির চাবি পেলে সেটি নিয়ে পুলিশকে খবর দেন কেউ না কেউ।
আয়মনের ভিডিয়ো নিয়ে নানা রসিক মন্তব্যও ভেসে উঠেছে সমাজমাধ্যমে। তেমনই এক জনের কথায়, ‘‘পরের বার রাস্তায় একটা ছোটখাটো গাড়ি রাখবেন। রোলস রয়েস তো সকলের পছন্দসই না-ও হতে পারে!’’ অন্য আর এক জনের মন্তব্য, ‘‘আপনার ভাগ্য ভাল যে আমি ওই রাস্তায় ছিলাম না!’’
আরও পড়ুন – অনলাইন বৈঠকে কর্মীদের কর্মীদের উপর চিৎকার! ভিডিয়ো ফাঁস হতেই সাসপেন্ড কলকাতার ব্যাঙ্কের…
ভিডিওতে দেখা গিয়েছে, একটি সাদা রঙের রোলস রয়েস কালিনান মডেলের গাড়িটির সামনের দিকে সেটির রিমোটচালিত চাবি রেখে জিমে ঢুকছেন আয়মন। দিন গড়িয়ে সন্ধ্যা নামলে জিম থেকে বেরিয়ে দেখেন, দুবাইয়ের রাস্তায় যে ভাবে ছেড়ে গিয়েছিলেন, ঠিক সে ভাবেই পড়ে রয়েছে এসইউভি-টি। এর পর ক্যামেরার দিকে তাকিয়ে আয়মনের মন্তব্য, ‘‘দুনিয়ার সেরা শহর হল দুবাই। এখানে বেড়াতে আসুন!’’