হঠাৎ ঝড়ে তছনছ অভিষেকের সভাস্থল, দাঁতনেও এলাকায় হঠাৎ ঝড়ের দাপ,

KOLKATA, WEST BENGAL, INDIA - 2021/09/26: Abhishek Banerjee TMC (Trinamool Congress) General Secretary and nephew of West Bengal Chief Minister Mamata Banerjee addresses at the election campaign for Assembly By-poll in Kolkata. (Photo by Dipa Chakraborty/Pacific Press/LightRocket via Getty Images)

হঠাৎ ঝড়ে তছনছ অভিষেকের সভাস্থল, দাঁতনেও এলাকায় হঠাৎ ঝড়ের দাপ, হুগলি জেলার আরামবাগে মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ ঝড়ের প্রকোপ দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির সভাস্থল ঝড়ের কবলে পড়ে। অন্যদিকে, চাঁদিফাটা গরমের মধ্যে হঠাৎ ঝড়ের প্রকোপ দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকাতেও। মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ ঘূর্ণিঝড় আছড়ে পড়ে দাঁতন এলাকায়। এমনকি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কারণে সোনাকুনিয়ায় নির্মিত ক্যাম্প পড়ল ঝড়ের কবলে।

 

 

 

 

 

উল্লেখ্য, এদিন দুপুরের তারকেশ্বর মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাধানগর রামমোহন রায় মেমোরিয়লে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সেখান থেকে কামারপুকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাড়ি যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন আরামবাগের কালীপুর মাঠে। সেখানেই অধিবেশন কর্মসূচি করার কথা রয়েছে তাঁর।

 

 

তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে শুরু করেছেন নব জোয়ার কর্মসূচি। পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষদের পছন্দমতো প্রার্থী বেছে নেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মতো ৬ই জুন আরামবাগ মহকুমায় নবজোয়ার কর্মসূচি করছেন তিনি। আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সে তৈরি হয়েছে তাঁবু। এখানে তিনি বিশেষ রাজনৈতিক অধিবেশন করবেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে।

 

 

 

 

দুপুরের তীব্র কাঠফাটা রোদ্দুরের পর হঠাৎ করে তীব্র ঘূর্ণিঝড় আছড়ে পড়ল দাঁতনের সোনাকনিয়া সহ একাধিক এলাকায়। ওডিশা পশ্চিমবঙ্গ সীমান্ত সোনাকনিয়াতে মঙ্গলবার বিকেল তিনটের সময় হঠাৎ করে আছড়ে পড়ে এই তীব্র ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রকোপে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

 

 

 

 

 

বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঘূর্ণিঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিপাত চলছে এখন দাঁতন জুড়ে। বালেশ্বর-এ রেল দুর্ঘটনার কারণে সোনাকুনিয়ায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্তে প্রশাসনের করা সহযোগিতা ক্যাম্প পড়ল এই ঘূর্ণিঝড়ের কবলে। ঝড়ের কারণে কাঁচা বাড়ি, নির্মাণের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

 

 

আরও পড়ুন –  ব্যস্ত রাস্তায় পড়ে রইল ৭ কোটির রোলস রয়েস, চাবি ছেড়ে গেলেও চুরি…

 

 

হুগলি আরামবাগে অভিষেকের সভার আগে ঝড়ে দাপট। দুপুর আড়াইটে নাগাদ হঠাৎ ঝড় শুরু হয়। হুগলি জেলা সফরে রয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জী। এই জেলায় তাঁর নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় দিন। কিন্তু আরামবাগে ঢোকার আগেই ঝড়ের দাপট। হঠাৎ দুপুর আড়াইটা নাগাদ আরামবাগ মহকুমা জুড়ে ঝড়ের দাপট দেখা যায়। চারিদিকে লণ্ডভণ্ড হয়ে যায়। অভিষেকের সভাস্থল লণ্ডভণ্ড হয়ে যায়। এই নবজোয়ার কর্মসূচির পর আরামবাগের বাতানল অঞ্চলের ভালিয়া এলাকায় সভা করার কথা। ৭ই জুন সভার জন্য প্যান্ডেল বাঁধার শেষ পর্যায়ের কাজ চলছিল। কিন্তু ঝড়ের দাপটে সব কিছু তছনছ হয়ে যায়।