ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফের ভূমিকম্পে কাঁপল রাজধানী

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত, ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর ভারত। এবার একেবারে রাজধানীতে (Delhi) কম্পন অনুভূত হয়েছে। দিল্লির (Delhi) পাশাপাশি শনিবার রাতে ভূমিকম্পে (Earthquake)  জোরাল কম্পনে কেঁপে উঠেছে নয়ডা, গুরুগ্রাম-সহ সমগ্র এনসিআর অঞ্চল। এছাড়া ফের কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও। কম্পনের তীব্রতা মাঝারি মানের হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল হওয়ায় আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারত-সহ পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চিনেও জোরাল কম্পন অনুভূত হয়েছে।

 

 

 

এদিন রাতের ভূমিকম্পের (Earthquake)  উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল হওয়ায় আফগানিস্তানের পাশাপাশি উত্তর ভারত-সহ পাকিস্তান (Pakistan), উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চিনেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পে (Earthquake)  এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই।

 

 

 

 

প্রসঙ্গত, এদিন সকালেও ভূমিকম্পে (Earthquake)  কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর। সকাল ৮টা ৩৬ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের গুলমার্গ জেলায় কম্পন হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.২। তবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

 

 

আরও পড়ুন –  বন্দে ভারতের ট্রায়াল, সাড়ে ৬ ঘণ্টায় পটনা থেকে হাওড়ায় পৌঁছল বন্দে ভারত…

 

 

আরও পড়ুন –  বাঙালি সাক্ষীদের এজলাসে হিন্দিতে কথা বলতে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ,

 

 

 

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ৯টা ৩১ মিনিট নাগাদ ভূমিকম্পে (Earthquake)  কেঁপে ওঠে দিল্লি (Delhi), উত্তরপ্রদেশ-সহ সমগ্র এনসিআর অঞ্চল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের গুলমার্গ জেলা থেকে ৪১৮ কিলোমিটার দূরে প্রতিবেশী দেশ, আফগানিস্তানের (Afganistan) হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। স্বাভাবিকভাবেই দিল্লি, নয়ডার পাশাপাশি জম্মু ও কাশ্মীর-সহ সমগ্র উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছে।

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top