বন্দে ভারতের ট্রায়াল, সাড়ে ৬ ঘণ্টায় পটনা থেকে হাওড়ায় পৌঁছল বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারতের ট্রায়াল, সাড়ে ৬ ঘণ্টায় পটনা থেকে হাওড়ায় পৌঁছল বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া থেকে এবার তৃতীয় বন্দে-ভারত ট্রেন ছোটার অপেক্ষা। হাওড়া থেকে প্রথম বন্দে ভারত যাত্রা করেছিল জলপাইগুড়ি পর্যন্ত। এরপর হাওড়া থেকে পুরী অবধি চালু হয় দ্বিতীয় বন্দে ভারত। আর এবার চালু হতে চলেছে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস। অর্থাৎ এবার বিহারে আরও কম সময়ে পৌঁছতে পারবেন যাত্রীরা। শনিবারই ট্রায়াল রান হয়েছে এই ট্রেনের। শনিবার দুপুর আড়াইটে নাগাদ পটনা থেকে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছয় হাওড়া স্টেশনে। এর আগে বিহার আরও একটি বন্দে ভারত পেয়েছে। পটনা-রাঁচি রুটে সেই ট্রেন চলে। এবার আরও একটি বন্দে ভারত চালু হতে চলেছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, যেখানে অন্যান্য ট্রেনে পটনা যেতে সাড়ে সাত থেকে আট ঘণ্টার বেশি সময় লাগে, সেখানে এই ট্রেন পৌঁছবে সাড়ে ৬ ঘণ্টায়। মোট ৫৩৫ কিলোমিটার পথে ছুটবে ট্রেনটি।

 

 

 

 

 

 

রেলের আধিকারিকরা জানিয়েছেন, যেখানে অন্যান্য ট্রেনে পটনা যেতে সাড়ে সাত থেকে আট ঘণ্টার বেশি সময় লাগে, সেখানে এই ট্রেন পৌঁছবে সাড়ে ৬ ঘণ্টায়। মোট ৫৩৫ কিলোমিটার পথে ছুটবে ট্রেনটি। রেলের তরফে জানানো হয়েছে, সফল ট্রায়াল রানের পর খুব তাড়াতাড়িই এই ট্রেন চালু হবে। অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, সবকিছুই পাবেন এই ট্রেনের যাত্রীরাও। এদিন রেলের আধিকারিকরাও ছিলেন এই ট্রেনে। এদিনই ট্রেনটি পটনায় ফিরে যাবে।

 

 

 

আরও পড়ুন – বাঙালি সাক্ষীদের এজলাসে হিন্দিতে কথা বলতে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ,

 

 

শনিবার সকাল ৮টায় এই বন্দে ভারত পটনা স্টেশন থেকে ছাড়ে। পটনা সিটি স্টেশন, মোকামা, লক্ষ্মীসরাই, যোশিডি, আসানসোল স্টেশন হয়ে হাওড়া স্টেশনে পৌঁছাতে ট্রেনটির সময় লাগে মোট সাড়ে ৬ ঘণ্টা। গত ৩০ জুলাই চেন্নাই ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি থেকে ট্রেনটি পটনা স্টেশনে পৌঁছয়। ৮টি কোচের মধ্যে এই ট্রেনে ৫টি এসি চেয়ার কার, একটি এসি এক্সিকিউটিভ ক্লাস।

 

( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )