অভিষেক মামলায় এবার উল্টোপূরান, রক্ষা কবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি

অভিষেক মামলায় এবার উল্টোপূরান, রক্ষা কবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রেশন দুর্নীতি কান্ডে এবার উঠে এল বাকিবুর রহমানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য

অভিষেক মামলায় এবার উল্টোপূরান, রক্ষা কবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি। ব্যাপারটা হয়তো ইট ও পাটকেলের মতই দাঁড়াচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি তলব করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। ৪৮ ঘণ্টার মধ্যে এবার উলোটপুরাণ দেখা গেল। রক্ষাকবচের আবেদন করে এবার হাইকোর্টে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি ( ED went to the High Court)।

আরও পড়ুনঃ চালু সিপিএমের দলের শুদ্ধিকরণ

কিন্তু হঠাৎ করে ইডি কেন আদালতের দ্বারস্থ হল? 

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিদেশে ডাক্তার দেখিয়ে ফিরতেই তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সময়ে অভিষেকের অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন কেন্দ্রীয় গোয়েন্দাদের মধ্যেই একজন। এই ঘটনা নিয়েই তার পরই লালবাজারে অভিযোগ জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট। অভিযোগ দায়েরের পর এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে লালবাজার।

 

ইডির অভিযোগ, ওই ফাইল ডাউনলোডের ঘটনাকে কেন্দ্র করে তাদের তদন্তকারী অফিসারদের কলকাতা পুলিশ হেনস্থা করছে। ফোন করে তথ্য চাওয়া হচ্ছে। ইমেল পাঠানো হচ্ছে। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসারদের রক্ষাকবচ চেয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

 

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিচারপতি সিনহার দৃষ্টি আকর্ষণ করেছেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী। আইনজীবী ধীরজ ত্রিবেদী  বলেছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে ডাউনলোড করা ওই ১৬টি ফাইলকে কেন্দ্র করে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশে বলা হয়েছে,  ওই ১৬টি ফাইলকে কোনওভাবে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও ওই ফাইলগুলি ডাউনলোডের ব্যাপারে দায়ের হওয়া একটি জেনারেল ডাইরির ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

 

ইডি অফিসারদের আশঙ্কা এই ঘটনায় তাদের গোয়েন্দাদের আরও হেনস্থা করা হতে পারে। হেফাজতেও চাইতে পারে কলকাতা পুলিশ। সেই কারণেই গোয়েন্দাদের জন্য রক্ষাকবচ চাওয়া হচ্ছে। মামলাটি দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

 

উল্লেখ্য, বুধবার ইডি দফতরে হাজিরা দিলেন সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল ১১টা ৪০ নাগাদ সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন। তবে অভিষেককে সমন পাঠানো হলেও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয় আদালতে আশ্বাস দিয়েছে ইডি। কিছু তথ্য জানার জন্যই সমন করা হয়েছে তৃণমূল সাংসদকে মন্তব্য ইডি-র আইনজীবীর।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top