আজ হাইকোর্টে কুন্তল ঘোষের চিঠি মামলার শুনানি

কুন্তল মামলায় এবার খোদ বিচারপতির আচরন নিয়েই প্রশ্ন তুলল সিবিআই

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় (Kuntal Ghosh letter case) আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে্র বিচারপতি অমৃতা সিনহার এজলাসে (Calcutta High Court) জোড়া রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই ও ইডি। গত ৫ সেপ্টেম্বর সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে কুন্তল ঘোষের চিঠির তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। তবে নিম্ন আদালতের এই নির্দেশ নিয়েই প্রশ্ন তুলেছিল সিবিআই এবং তারপর গত ১১ আগস্ট, সোমবার তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন করেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানি তারিখ দিয়েছিল  হাইকোর্টে। সেখানে কুন্তল ঘোষের বিরুদ্ধে সিবিআই ও ইডির তদন্তকারী আধিকারিকরা একসঙ্গে রিপোর্ট জমা দেবেন বলে খবর। (Calcutta High Court)

আরও পড়ুনঃ অভিষেক মামলায় এবার উল্টোপূরান, রক্ষা কবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি

কী লেখা ছিল কুন্তল ঘোষের সেই চিঠিতে?

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বসে কুন্তল ঘোষ আলিপুর নিম্ন আদালতের বিচারক এবং হেস্টিংস থানায় একটি চিঠি লেখেন। যেখানে চিঠিতে তিনি লেখেন, ইডি এবং সিবিআই আধিকারিকরা তাঁকে জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এরপর বিষয়টি নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনিই ইডি ও সিবিআইকে চিঠির বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

 

সেই নির্দেশের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেন কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্ট মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে অন্য বেঞ্চে পাঠানোর নির্দেশ দিলে তা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আসে।

 

এর মধ্যেই গতকাল অর্থাৎ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দূর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় ৯ ঘণ্টা টানা জেরার পর তিনি বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে অভিষেককে ইডির জেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তদন্তকারী অফিসারদের আমি কোনও দোষ দিচ্ছি না। ওঁরা ওঁদের কাজ করছেন। আগের দিন বলেছিলাম, আট ঘণ্টা জেরার নির্যাস শূন্য। আজ বলছি, নয় ঘণ্টা জেরার নির্যাস মাইনাস টু। এর পরের দিন ডাকলে মাইনাস ফোর হয়ে যাবে।’ একই সঙ্গে অভিষেক বলেন, ‘আমি ইডির কাছে দাবি করছি, জেরায় আমি যা যা বলেছি তা যেন বৃহস্পতিবার হাইকোর্টে তাঁরা হুবহু পেশ করেন। কেন্দ্রীয় এজেন্সিকে এটা আমার চ্যালেঞ্জ রইল।’

 

এখন দেখার বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি ও সিবিআই কী রিপোর্ট পেশ করে।

en.wikipedia.org