তথ্য চিত্রের মাধ্যমে ভারতের মুক্তি সংগ্রাম ও বাংলার ভূমিকার প্রদর্শনী। ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা নামাঙ্কিত বিশেষ তথ্য চিত্র প্রদর্শনী ক্ষেত্রের শুভ উদ্বোধন করা হল বুধবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজের ছাত্র সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কলজ প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
ফিতে কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন কলেজের প্রশাসক তথা অধ্যাপক ডঃ সুব্রত সাহা, উপাধক্ষ ডঃ মুকুন্দ মিশ্র সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। এদিন ভারতের মুক্তি সংগ্রামে বাংলা ও বাঙালীরা কিভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই ইতিহাস ৫০টি তথ্য চিত্রের মাধ্যমে কলেজ পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়।
মূলত, পলাশীর যুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত, সাঁওতাল বিদ্রোহ, বাংলার নবজাগরণ, ১৮৫৭ সালের বিদ্রোহ, জাতীয় কংগ্রেস গঠন, বঙ্গভঙ্গ আন্দোলন, নারী শক্তির উত্থান, দেশ বিভাজন এবং অবশেষে স্বাধীনতা অর্জন -এই সমস্ত ঘটনাগুলো ঠাঁই পেয়েছে কলেজ প্রাঙ্গণে আয়োজিত তথ্যচিত্রের ক্যানভাসে। তথ্যচিত্র দেখতে এদিন কলেজ প্রাঙ্গণে ভিড় জমায় বহু পড়ুয়া।
আরও পড়ুন – দলকে চাঙ্গা করতে প্রিয়াঙ্কা গান্ধীকে মালদহে এনে চমক দিতে চাইছেন কংগ্রেস
তারা ভারতের মুক্তি সংগ্রামের বাংলার ভূমিকার বিভিন্ন দিক দেখেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলেজের প্রশাসক তথা অধ্যাপক ডঃ সুব্রত সাহা, উপাধক্ষ ডঃ মুকুন্দ মিশ্র, অধ্যাপক সুকুমার বাড়ই, অধ্যাপিকা আইরিন সবনম সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা।
এই বিষয়ে ইতিহাস বিভাগের প্রধান তথা অধ্যাপক সুকুমার বাড়ই বলেন, ছাত্র সপ্তাহে ভারতের মুক্তি সংগ্রাম ও বাংলার ভূমিকা সম্পর্কে ছাত্র ছাত্রীরা জনাতে পারে সেই উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন। এই উদ্যোগে ছাত্র ছাত্রীরা উপকৃত হলে কলেজের এই আয়োজন স্বার্থক হবে। অন্যদিকে কলেক পড়ুয়া চিরঞ্জিত মন্ডল ও শম্পা দাস জানান, কলজের এই উদ্যোগে আমরা ভারতের মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম।