চোখের (eyes) পাতার উপরে খুশকি কি? কেন ও কী কারণে হয়?

চোখের (eyes) পাতার উপরে খুশকি কি? কেন ও কী কারণে হয়?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
eyes
চোখের  (eyes) পাতার উপরে  খুশকি কি? কেন ও কী কারণে  হয়?
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আমরা সাধারনত জানি খুশকি স্ক্যাল্প বা মাথার ত্বকে হয়। কিন্তু চোখের (eyes)  খুশকি? এই চোখের খুশকি বলতে আমরা কী বুঝি, খুশকি হলো আমাদের শরীরের উপরের পার্টটা, ত্বক ও স্ক্যাল্প, উপরের দিকে দুই ধরনের নিঃসরণ আছে। একটি হলো ঘাম, অপরটা হলো তৈলাক্ত জিনিস, সেবাম যেটাকে বলি। ঘামটা হলো সোয়েট গ্ল্যান্ড, আর সেবাম বা তৈলাক্ত যেটা, এটা হলো তৈলাক্ত নিঃসরণ। দুটি জিনিস। তৈলাক্ত নিঃসরণের ব্যাপারটা হলো যে মাথা ও মুখমণ্ডল, এ পার্টটা; আর সোয়েট গ্ল্যান্ড যেটা, এটা শরীরের নিচের পার্টটা—সব জায়গায় আছে।

 

শুধু সেবামটা নেই—এই হাতের তালু এবং পায়ের তালুতে। ঘামের কাজটা হলো শরীরের তাপমাত্রাকে নিউট্রাল করা। আর এ জায়গার যে সেবাম, এর কাজ হলো এ জায়গাটাকে মসৃণ করা। মসৃণ রাখার দরকার, কারণ, এই যে চোখ বা ঠোঁট, এগুলো তো সব সময় ফাইন মুভমেন্টে থাকে। এগুলো যদি শুকনো বা টাইট থাকে, তাহলে তো অনেক সমস্যা হয়। সে জন্য সঙ্গত কারণেই সোয়েট গ্ল্যান্ডগুলো কম পরিমাণ এবং তৈলাক্ত নিঃসরণ করে এবং এখানে সেবামটা বেশি। এ কারণে ত্বকে যেটা হয়, সারফেসের যে মসৃণতা, এটা খুব জরুরি এবং এর গায়ে ইস্ট থাকে। এটা ত্বকের প্রয়োজনে।

 

কারও কারও বেলায় এই যে ইস্ট থাকে, এগুলোর প্রতি সেনসিভিটি থাকে, সংবেদনশীলতা থাকে। ওগুলো একটা রিঅ্যাকশন হলে দেখা যায় সার্বিক স্কিন নষ্ট হয়ে যায়। নষ্ট হলে হালকা একটা লেয়ার, তখন একটা শেড হয়। ওই যে হালকা লেয়ারটা শেড হলো, সেটাই হলো খুশকি। এটা মাথায়ও হয়, মুখমণ্ডলে হয়, চোখের পাতায়ও হয়। চোখের (eyes)  পাতায় খুশকি গুরুত্বপূর্ণ এ জন্য যে মাথার খুশকির ব্যাপারে সবার কমবেশি ধারণা আছে।

 

আর ও পড়ুন    কাবুল (Kabul) বিমানবন্দর থেকে ভারতীয় সহ ১৫০ জনকে অপহরণ করে তালিবানরা!

 

এলার্জি হয়, চুলকায়। খুশকির একটা পার্ট আছে, এলার্জি করে, চুলকায়… চোখের পাতায় লম্বালম্বি অনেকগুলো গ্ল্যান্ড আছে, যেগুলো সেবাম সিক্রেট করে… সেবাম সিক্রেট হচ্ছে, ওটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। চোখের যে জল, চোখের জল ধরে রাখার জন্য জরুরি বিষয় সেবাম… খুশকির যে সমস্যাটা করে, পাতার মুখগুলোতে এসে সে বসে গেল। তাতে মুখগুলো বন্ধ হয়ে গেল। বন্ধ হলে সেবামটা সিক্রেট হতে পারছে না। তখন গ্ল্যান্ডের ভেতরে এগুলো জমতে থাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top