নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে গেলেন না মন্ত্রী সুজিত বসু

নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে গেলেন না মন্ত্রী সুজিত বসু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে গেলেন না মন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার নিজেই সিবিআই (CBI) দফতরে হাজিরা না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ২৪ অগস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয় পুরসভার নিয়োগ দুর্নীতিতে দমকলমন্ত্রীকে তলব করেছে সিবিআই (CBI) । ৩১ অগস্ট তাঁকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসের সিবিআই দফতরে। ২৪ অগস্ট বিধানসভার অধিবেশনে থাকার সময় এই খবর পান সুজিত (Sujit Bose)। ওই দিন বিবৃতি দিয়ে জানিয়ে দেন, সিবিআইয়ের থেকে হাজিরার কোনও চিঠি পাননি তিনি।

 

 

 

 

 

 

 

দমকলমন্ত্রী বললেন ‘‘আমার কাছে সিবিআইয়ের কোনও চিঠি আসেনি। তাই হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আমি কোথাও যাচ্ছি না।’’ পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-ও। ইডি সূত্রে খবর, যে ১২টি পুরসভা কর্তৃপক্ষের কাছে তারা নথি চেয়ে পাঠিয়েছে, তার মধ্যে দমদম, কামারহাটি, পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পুরসভাও রয়েছে। ইডি ওই পুরসভা কর্তৃপক্ষকে বলেছে, ২০১৪ সাল থেকে সমস্ত নিয়োগের তথ্য পাঠাতে। এক সপ্তাহের মধ্যে ওই তথ্য এবং যাবতীয় নথি পাঠাতে হবে বলে নোটিসে জানিয়েছে ইডি। যে সময়ের মধ্যে রয়েছে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে, সেই সময়ে সুজিত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান।

 

 

 

 

 

 

আরও পড়ুন –  সঙ্গে দেশি কই, আর শিঙি মাছ, হঠাৎই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে…

 

 

 

 

২৪ অগস্ট বিধানসভার অধিবেশনে থাকার সময় এই খবর পান সুজিত। ওই দিন বিবৃতি দিয়ে জানিয়ে দেন, সিবিআইয়ের থেকে হাজিরার কোনও চিঠি পাননি তিনি। চিঠি পেলে তার পর নিজের অবস্থান জানাবেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁর কাছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তলবের কোনও বার্তা আসেনি। তাই নিজাম প্যালেসে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন বিধাননগর বিধায়কের ঘনিষ্ঠমহল।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top