
শিল্প ও সংস্কৃতি জগতে ফের ইন্দ্রপতন। প্রয়াত হলেন বাচিকশিল্পী গৌরী ঘোষ (Gauri Ghosh) । মূলত বার্ধক্যজনিত কারণেই। বেশ কিছু দিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। দিন কয়েক আগে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার সকালে সব শেষ। ‘কর্ণকুন্তী সংবাদ’–এর সেই কুন্তীর জীবনাবসান ঘটায় শিল্পীমহলে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জানা গিয়েছে, কয়েক দিন আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। শেষ কিছুদিন তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে গৌরী ঘোষের বয়স হয়েছিল ৮৩ বছর।
উল্লেখ্য, রেডিও দিয়েই কর্মজীবন শুরু গৌরী দেবীর (Gauri Ghosh) । সেখান থেকেই তিনি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। দীর্ঘদিন আকাশবাণীতে উপস্থাপক হিসেবে কাজ করেছেন। গৌরী ঘোষের (Gauri Ghosh) স্বামী পার্থ ঘোষও ছিলেন উপস্থাপক। রেডিওতেই প্রথম জুটি বেঁধে একের পর এক বিখ্যাত শ্রুতিনাটক শুনিয়েছেন পার্থ–গৌরী। উপস্থাপনা করেছেন একাধিক অনুষ্ঠানের। আবৃত্তির বহু সিডি রয়েছে তাঁদের। দমদমের এস পি মুখার্জি রোডের কাছে এক ছেলেকে নিয়ে ছিল তাঁদের সংসার।
আর ও পড়ুন অবশেষে মা হলেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)
শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে। শোক প্রকাশ করেছেন বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসুও। এছাড়াই শিল্প জগতের অনেকেই শোক প্রকাশ করেছেন।
কয়েক দিন আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। শেষ কিছুদিন তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে গৌরী ঘোষের বয়স হয়েছিল ৮৩ বছর।
উল্লেখ্য, রেডিও দিয়েই কর্মজীবন শুরু গৌরী দেবীর (Gauri Ghosh) । সেখান থেকেই তিনি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। দীর্ঘদিন আকাশবাণীতে উপস্থাপক হিসেবে কাজ করেছেন। গৌরী ঘোষের (Gauri Ghosh) স্বামী পার্থ ঘোষও ছিলেন উপস্থাপক। রেডিওতেই প্রথম জুটি বেঁধে একের পর এক বিখ্যাত শ্রুতিনাটক শুনিয়েছেন পার্থ–গৌরী।
রেডিও দিয়েই কর্মজীবন শুরু গৌরী দেবীর (Gauri Ghosh) । সেখান থেকেই তিনি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। দীর্ঘদিন আকাশবাণীতে উপস্থাপক হিসেবে কাজ করেছেন। গৌরী ঘোষের (Gauri Ghosh) স্বামী পার্থ ঘোষও ছিলেন উপস্থাপক। রেডিওতেই প্রথম জুটি বেঁধে একের পর এক বিখ্যাত শ্রুতিনাটক শুনিয়েছেন পার্থ–গৌরী। উপস্থাপনা করেছেন একাধিক অনুষ্ঠানের। আবৃত্তির বহু সিডি রয়েছে তাঁদের। দমদমের এস পি মুখার্জি রোডের কাছে এক ছেলেকে নিয়ে ছিল তাঁদের সংসার।