
২০১১ সালের ৯ সেপ্টেম্বর। পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল টুইন টাওয়ার। যার ফলে নড়ে গিয়েছিল বিশ্বের সর্বশক্তিমান দেশ আমেরিকার ভিত। ওই ঘটনার নেপথ্যে ছিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা, যার প্রধান ওসামা বিন লাদেন (Osama bin Laden) । আফগানিস্তানে ফের ক্ষমতায় এসে তালিবান জানিয়ে দিল, লাদেনই যে ওষ পিছনে ছিল, তার কোনও প্রমাণই নেই।
তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ‘লাদেন যখন আমেরিকার কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, সে তখন আফগানিস্তানেই ছিল। কিন্তু লাদেনই (Osama bin Laden) যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিল, তালিবান সেই তথ্য মানে না।’
আর ও পড়ুন অবশেষে মা হলেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)
জাবিউল্লা স্পষ্ট জানিয়ে দেন, অতীতেও তালিবান মানেনি লাদেন (Osama bin Laden) এই হামলার ষড়যন্ত্রী। আগামী দিনেও মানবে না। উল্টে সে আঙুল তুলেছে আমেরিকার দিকেই। বলেছে, ‘আফগানিস্তানে যুদ্ধ শুধু একটা অজুহাত ছিল মাত্র’। প্রসঙ্গত, এই লাদেন এবং আল কায়দা জঙ্গিদের আশ্রয় এবং মদত দেওয়ার জন্যই ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায় আমেরিকা। উচ্ছেদ করে তালিবানি শাসন।
তালিবান ফের আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। প্রশ্ন উঠছে, ফের কি এই দেশে ঘাঁটি গড়বে সন্ত্রাসবাদীরা? এ প্রসঙ্গে জাবিউল্লা স্পষ্ট বলেন, ‘তালিবান প্রতিশ্রুতি দিয়েছে এই দেশকে কোনও ভাবেই সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেবে না।’ আমেরিকা যে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে, সেই নিয়ে তারা খুশি বলেও জানিয়েছে তালিবান।