বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা

বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা

আজ শনিবার পুত্রসন্তানের জন্ম দিলেন গৌরব পত্নী ঋদ্ধিমা ঘোষ। বাবা হলেন ফেলুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী। ঘর আলো করে পুত্র সন্তান এল তাদের কোলে। সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঋদ্ধিমাকে ডেট দিয়েছিলেন চিকিৎসক। নতুন অতিথি আসায় খুশি গোটা চক্রবর্তী পরিবার  মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছেন, বলে জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ মমতা-বিক্রমসিঙ্ঘের সাক্ষাত্‍ নিয়ে শুভেন্দুর টিপ্পনি নিয়ে বিদেশ মন্ত্রীর কাছে নালিশ তৃণমূলের

গত ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন নতুন অতিথি আসার খুশির খবর নিজের ভক্তদের মদ্ধ্যে শেয়ার করেছিলেন গৌরব এবং ঋদ্ধিমা। এর পর থেকে নতুন অতিথি নিয়ে নানা মুহুর্ত্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকেন এই দম্পতি। ঋদ্ধিমা এবং গৌরবের ইনস্টাগ্রামে ঢুঁ দিলে বোঝা যাবে, এই কয়েকটা মাস এই দিনটার অপেক্ষাতেই ছিলেন তাঁরা। অবশেষে ছোট্ট অতিথি এল বাড়িতে। গৌরবের ভাই অর্জুন চক্রবর্তীর এক কন্যা। এ বার পরিবারে পুত্র এল। অবশ্যই খুশি ঠাকুমা মিঠু চক্রবর্তীও। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে  তিনি সংবাদ মাধ্যমে বলেন, “আমি খুব খুশি। মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছে। কবে ছাড়বে ওদের, এখনও জানি।” 

 

কয়েক দিন আগে ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজনও করেছিল চক্রবর্তী এবং ঘোষ পরিবার। এই খুশির মদ্ধ্যে কয়েক দিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী। এক মিনিটের জন্য ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সকলে। বাবা এবং শ্বশুর মিলে আয়োজন করেছিলেন এইনলাইনকে  বিশেষ দিনটার। বাবা গৌরবও যে উত্তেজিত ছিলেন, সেই প্রমাণ মিলেছিল অভিনেতার কথাতেই। সাধের বিভিন্ন মুহুর্ত্বের ছবি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন এই তারকা দম্পতি।করে সাধের অনুষ্ঠানের আয়োজনও করেছিল চক্রবর্তী এবং ঘোষ পরিবার। এই খুশির মদ্ধ্যে কয়েক দিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী। এক মিনিটের জন্য ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সকলে। বাবা এবং শ্বশুর মিলে আয়োজন করেছিলেন এইনলাইনকে  বিশেষ দিনটার। বাবা গৌরবও যে উত্তেজিত ছিলেন, সেই প্রমাণ মিলেছিল অভিনেতার কথাতেই। সাধের বিভিন্ন মুহুর্ত্বের ছবি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। দুদিন আগে নিজের ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, তারা এই ছোট্টো অতিথির জন্য কত অধির আগ্রহে অপেক্ষা করছে সেকথা জানিয়েছেন তারা।  দুদিন আগে নিজের ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, তারা এই ছোট্টো অতিথির জন্য কত অধির আগ্রহে অপেক্ষা করছে সেকথা জানিয়েছেন তারা। 

en.wikipedia.org

en.wikipedia.org