Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
জারি রয়েছে রাজ্য়-রাজ্যপাল সংঘাত। বড় পদক্ষেপ বোসের,

বড় পদক্ষেপ বোসের, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই আরও এক উপাচার্য নিয়োগ,

বড় পদক্ষেপ বোসের, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই আরও এক উপাচার্য নিয়োগ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বড় পদক্ষেপ বোসের, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই আরও এক উপাচার্য নিয়োগ, জারি রয়েছে রাজ্য়-রাজ্যপাল সংঘাত। এরই মধ্যে অ্যাকশন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Cv Ananda Bose) । সংঘাতের এই আবহের মধ্যেই ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ বোসের। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বোসকে নিয়োগ করেছেন তিনি। সূত্রের খবর, এই বারও রাজ্যের শিক্ষাদফতরের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই নিয়োগ করেছেন তিনি

 

 

 

 

 

 

 

উল্লেখ্য, কয়েক দিন আগেই অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হয়। এর পাশাপাশি রাজ্যপালের ‘পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন’কমিটি চেয়ারম্যান করা হয় অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস(Cv Ananda Bose)। রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়।

 

 

 

 

রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়। তার কারণ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সকল উপাচার্যদের নিয়োগে শিলমোহর দিয়েছেন সি ভি আনন্দ বোস (Cv ananda Bose)। এরপরই সংঘাত বাধে। নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও, হাইকোর্ট (Calcutta High Court) সাফ নির্দেশ দেয় উপাচার্যদের বেতন বন্ধ করা যাবে না।

 

 

 

আরও পড়ুন –  কেন ৩৫৫ ধারা প্রয়োজন,স্পষ্ট করে ব্যাখ্যা দিলেন শুভেন্দ…… কী বললেন তিনি?

 

 

আরও পড়ুন –  ‘খেলা হবে’র পরে তৃণমূলের আরেক নতুন ‘থিম সং’, এবার লিখল কে?

 

এমন আবহে ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল (Cv Ananda Bose) । সূত্রের খবর, বর্ধমান ও দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়েরও ভিসি ঠিক করে ফেলেছেন সি ভি আনন্দ বোস (Cv Ananda Bose)। জল্পনায় উঠে আসছে বিবরাজ পারিদা (Biraj Parida) ও রথীন বন্দ্যোপাধ্যায়ের (Rathin Bandhopadhay) নাম।

( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top