সুতির এমএলএ কাপের শুভ উদ্বোধন

সুতির এমএলএ কাপের শুভ উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুতির এমএলএ কাপের শুভ উদ্বোধন। শরীর সুস্থ রাখতে ও যুবসমাজকে মোবাইল ফোন থেকে আসক্ত ফিরিয়ে এনে মাঠ মুখী করতে, সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাসের উদ্যোগে ১২দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।

 

সোমবার মুর্শিদাবাদের সুতির থানার ছাবঘাটি কেডি বিদ্যালয় মাঠে এমএলএ কাপের আনুষ্ঠানিক ভাবে খেলার শুভ সূচনা করেন বিদ্যুৎ দপ্তরের প্রতি মন্ত্রী মোঃ আখরুজ্জামান মহাশয় পাশাপাশি উপস্থিত ছিলেন, এই খেলার পিস্টপেসক সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাস,জঙ্গিপুর লোকসভার সংসদ, জেলা সভাপতি খলিলুর রহমান, ব্লক সভাপতি লতিফুর রহমান, ওসি তন্ময় ভগত সহ সকল সুতি ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব। এইদিন খেলা প্রেমী সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।জানা গিয়েছে, এই খেলার ৫ তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন – এবার নয়া দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ, কি সেই দুর্নীতি

উল্লেখ্য, সুতির এমএলএ কাপের শুভ উদ্বোধন। শরীর সুস্থ রাখতে ও যুবসমাজকে মোবাইল ফোন থেকে আসক্ত ফিরিয়ে এনে মাঠ মুখী করতে, সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাসের উদ্যোগে ১২দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।

 

সোমবার মুর্শিদাবাদের সুতির থানার ছাবঘাটি কেডি বিদ্যালয় মাঠে এমএলএ কাপের আনুষ্ঠানিক ভাবে খেলার শুভ সূচনা করেন বিদ্যুৎ দপ্তরের প্রতি মন্ত্রী মোঃ আখরুজ্জামান মহাশয় পাশাপাশি উপস্থিত ছিলেন, এই খেলার পিস্টপেসক সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাস,জঙ্গিপুর লোকসভার সংসদ, জেলা সভাপতি খলিলুর রহমান, ব্লক সভাপতি লতিফুর রহমান, ওসি তন্ময় ভগত সহ সকল সুতি ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব। এইদিন খেলা প্রেমী সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।জানা গিয়েছে, এই খেলার ৫ তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top