রানিনগরের সভাপতিকে জেল থেকে বের করে ভোট দানের নির্দেশ দিল আদালত

যোগেশচন্দ্র মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

রানিনগরের সভাপতিকে জেল থেকে বের করে ভোট দানের নির্দেশ দিল আদালত। মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচনের দিন কংগ্রেসের জয়ী সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির বাকি ৬ কংগ্রেস সদস্য, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা (Calcutta High Court)।

আরও পড়ুনঃ সমবায় দুর্নীতিতে রাজ্যকে ৫০ লক্ষ টাকার জরিমানা নির্দেশের উপর স্থগিতেদেশ জারি করল আদালত

আগামী ২৭ সেপ্টেম্বর রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত। ২৯ তারিখ মামলার পরবর্তী শুনানি। সেদিন স্থায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

কংগ্রেসের দখলে থাকা রানিনগর-২ পঞ্চায়েত সমিতি পুলিশের সহযোগিতায় তৃণমূল জোর করে দখল করেছে অভিযোগে আদালতে গড়িয়েছিল মামলা। গত ১১ সেপ্টেম্বর ওই মামলার শুনানিতে বিচারপতি সিনহা রানিনগর-২ ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৭। এর মধ্যে বাম-কংগ্রেস জোট জয়ী হয় ১৪টি আসনে। এর মধ্যে কংগ্রেস ৯, সিপিএম ৪ এবং আরএসপি ১টি আসনে জয়ী হয়। বাম কংগ্রেস জোটের তরফ থেকে সভাপতি করা হয় কংগ্রেসের কুদ্দুস আলিকে। অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।

 

আদালতে যাওয়ার পথে কুদ্দুস অভিযোগ করেন, তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন থানার বড়বাবু। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হয় ওই ভিডিও বার্তা। যদিও এই ভিডিও বার্তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। কুদ্দুস গ্রেফতার হওয়ার পরই কংগ্রেসের ৩ জয়ী সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তৃণমূল। সোমবার পঞ্চায়েতের স্থায়ী সমিতির নির্বাচনের কথা ঘোষণা করা হয়। পুলিশের তরফে এলাকায় ১৪৪ ধারা জারি করে নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হয়।

 

শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ হয় বাম কংগ্রেস জোট। ওই মামলার শুনানিতেই রানিনগরে বোর্ড গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার ভোটের দিন কংগ্রেসের সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের ব্যবস্থা করার নির্দেশ দিল আদালত। ওই মামলার শুনানিতেই রানিনগরে বোর্ড গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার ভোটের দিন কংগ্রেসের সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের ব্যবস্থা করার নির্দেশ দিল আদালত।