সমবায় দুর্নীতিতে রাজ্যকে ৫০ লক্ষ টাকার জরিমানা নির্দেশের উপর স্থগিতেদেশ জারি করল আদালত

যোগেশচন্দ্র মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

সমবায় দুর্নীতিতে রাজ্যকে ৫০ লক্ষ টাকার জরিমানা নির্দেশের উপর স্থগিতেদেশ জারি করল আদালত। মঙ্গলবার বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে উপর স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ।  সমবায় দুর্নীতিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন সিআইডি, সিবিআইয়ের হাতে তদন্তের নথি তুলে দেয়নি, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি (Division bench imposed stay order)। সেই অভিযোগে রাজ্যকে ৫০ লাখ টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)।

আরও পড়ুনঃ গ্রাম উন্নয়নের জন্য রাজ্যকে প্রায় ৩২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

উল্লেখ্য, আলিপুরদুয়ারে একটি সমবায় সমিতিতে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত ২৪ অগস্ট বিচারপতি গঙ্গোপাধ্যায় এই দুর্নীতি তদন্তে একযোগে সিবিআই ও ইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, সিআইডি এখনও তদন্ত সংক্রান্ত কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি।

 

গত শুক্রবার এই মামলার শুনানিতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। বিচারপতি বলেন, গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না। কিন্তু আমি জানি। আপনারা তদন্ত করছেন না উল্টে আবার পুরনো নির্দেশ পুনর্বিবেচনা জানানোর আর্জি জানিয়েছেন।

 

তারপরই রাজ্যকে ৫০ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দেন। সিআইডির কাছ থেকে সিবিআই এর হাতে তদন্তভার ৩ দিনের মধ্যে তুলে দিতে হবে। তার পর ৩ দিনের মধ্যে এই তদন্ত শুরু করতে হবে সিবিআইকে। সেই সঙ্গে তদন্ত শুরু করতে ইডিকেও। আদালতের নির্দেশ কার্যকর না হলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তলব করা হবে বলেও জানান বিচারপতি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর আংশিক স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চ ৫০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল। তবে সিবিআই-ইডি তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর আংশিক স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চ ৫০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল। তবে সিবিআই-ইডি তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি।