৩০-৪০ জঙ্গিকে আশ্রয় দিয়েছেন ইমরান? ফের বাড়ি ঘেরাও পুলিশের, ২৪ ঘণ্টা সময় দিল পাক সরকার , অন্তত ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসবাদী আশ্রয় নিয়েছে ইমরান খানের বাড়িতে। বুধবার (১৭ মে), প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল পাক পঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু অভিযোগ করা নয়, এদিন ফের ইমরানের লাহোরের জামান পার্কে অবস্থিত বাসভবন ঘেরাও করল পাক পঞ্জাবের পুলিশ। আশ্রয় দেওয়া এই সন্ত্রাসবাদীদের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে পঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদন অনুযায়ী, এদিন, লাহোরে এক সাংবাদিক সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, “পিটিআই-এর উচিত এই সন্ত্রাসীদের হস্তান্তর করা নয়তো আইন তার নিজের পথে চলবে।”
পঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আরও দাবি করেছেন, গত ৯ মে, ইমরানকে গ্রেফতারের দিন পরিকল্পনামাফিক বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা নীতি’ গ্রহণ করেছে। তিনি আরও জানিয়েছেন, সামরিক স্থাপনায় হামলাকারীদের সামরিক আদালতে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও আরোও জানিয়েছেন ৯ মে-র হিংসার ঘটনায় জড়িত হিসেবে ৭৯৫ জন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭৮ জনকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অপরাধের বিষয়ে ১০০ শতংশ নিশ্চিত হয়েই সরকার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে প্রবেশের সময় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর নির্দেশে ইমরান খানকে গ্রেফতার করেছিল পাক আধা-সামরিক বাহিনী। এরপরই ইমরান সমর্থক ও পাক নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছিল। যার জেরে অন্তত আটজনের মৃত্যু হয়েছিল। পিটিআই নেতা-কর্মীদের অনেককে গ্রেফতার করা হয়। এদিকে, এদিনই ইসলামাবাদ হাইকোর্ট, ৩১ মে পর্যন্ত ইমরান খানকে রক্ষাকবচ দিয়েছে। অর্থাৎ, ৩১ মে পর্যন্ত ইমরান খানকে কোনও মামলাতেই গ্রেফতার করা যাবে না। এর আগে ১৭ মে পর্যন্ত এই রক্ষাকবচ ছিল। এদিন তার মেয়াদ বাড়ানো হল।
আরও পড়ুন – কলকাতার পর এ বার উত্তরবঙ্গে ধর্না কর্মসূচি মহিলা তৃণমূলের
আমির মীর আরও জানিয়েছেন, ইমরান খানের জামান পার্কের বাড়িতে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে তাঁদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। জিও-ফেন্সিংয়ের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে যে ইমরানের জামান পার্কের বাড়িতে সন্ত্রাসীবাদীরা রয়েছে। মীর বলেন, “গোয়েন্দা রিপোর্ট যা এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। পিটিআই দল রাষ্ট্রবিরোধীদের মতো আচরণ করা শুরু করেছে। এক বছরেরও বেশি সময় ধরে পিটিআই প্রধান সেনাবাহিনীকে আক্রমণ করছেন। ইমরান খানকে গ্রেফতারের আগেই হামলার পরিকল্পনা করেছিল পিটিআই।”