ভ্রাম্যমাণ সুফল বাঙলার নতুন প্রকল্পের উদ্বোধন। রাজ্যের চাষীদের ফসল যাতে অতি সহজে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য রাজ্য সরকার সুফল বাংলাকে আরো সুফল করার প্রচেষ্টার জন্য ২৩ শে জানুয়ারি নতুন উদ্যোগ নিতে চলেছেন । সুফল বাংলার শুধুমাত্র স্টল এতদিন দেখা যেত শহরের বেশ কিছু প্রান্তে কিন্তু এবার জেলার বিভিন্ন প্রান্তে এই ভ্রাম্যমান সুফল বাংলার পরিষেবা পাবে জেলার মানুষও। তাই ২৩ শে জানুয়ারি কলকাতার রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল এর মাধ্যমে রাজ্যের দুই প্রান্তে উদ্বোধন করবে সুফল বাংলার স্টল এবং ভ্রাম্যমান গাড়ি।
উত্তরবঙ্গে থাকছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা কিষাণ মান্ডিতে এই অনুষ্ঠান করা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার কিষাণ মান্ডি থেকে আটটা সুফল বাংলার গাড়ির শুভ সূচনা হবে। এই গাড়ি জেলার বিভিন্ন প্রান্তের চাষীদের কাছে ফসল সংগ্রহ করবে সেই ফসল গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে মানুষদের কাছে। এরফলে চাষিরা তাদের ফসল সরাসরি সরকারের হাতে তুলে দিতে পারবেন এবং সেই ফসলও সাধারণ মানুষ তার ঘরের সামনে থেকেই পেয়ে যাবে অতি সহজে এবং ন্যায্য মূল্যে।
২৩ শে জানুয়ারি জেলার মানুষও একটি নতুন পরিষেবা পেতে চলেছে রাজ্য সরকারের কাছ পক্ষ থেকে।রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার আজ কাঁকসার কিষান মান্ডিতে তৈরি হওয়া নতুন সুফল বাংলা এবং ভ্রাম্যমান সুফল বাংলার গাড়ি গুলি সহ সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে যান। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী আজ থেকে আট বছর আগে এই সুফল বাংলা প্রকল্পের উদ্বোধন করেছিলেন সারা রাজ্যে। কোভিড পরিস্থিতিতে এই সুফল বাংলা সুফল লাভ করেছিলেন রাজ্যের মানুষ। এবার থেকে মুখ্যমন্ত্রীর যেটা পরিকল্পনা যে কৃষকদের উৎপাদিত কৃষি ফসল যাতে ব্যক্তিগত মালিকরা যেভাবে কিনে বাণিজ্য করছিলেন তার পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ন্যায্য দামে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ফসল কেটে নেওয়া হবে।
আরও পড়ুন – এবার নয়া দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ, কি সেই দুর্নীতি
উদ্দেশ্য একটাই যাতে কোনোভাবেই কৃষকদের পরিশ্রম তাদের উৎপাদিত মাঠের ফসল দাম না পেয়ে মাঠেই না মারা যায়। এর পাশাপাশি উদ্দেশ্য আরও একটা এবার থেকে যাতে করে কাঁকসার কৃষকদের উৎপাদিত ফসল উত্তরবঙ্গ পৌছাতে পারে সুফালবাংলা এই পরিবহন মাধ্যমের দ্বারা।এছাড়াও উদ্দেশ্য আরও একটা শহর অঞ্চলের মানুষ সুফল বাংলা স্টল এর সুবিধা পাচ্ছিলেন। এবার থেকে বিভিন্ন ব্লকে ব্লকে ভ্রাম্যমান সুফালবাংলার এই গাড়ি গুলি তাজা সবজি নিয়ে ঘুরবেন। ন্যায্য দামে মানুষ এবার তাদের চাহিদা মতো সবজি কিনে নিতে পারবেন। ভ্রাম্যমাণ সুফল