উত্তরপ্রদেশের ইউটিউবারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ,কর ফাঁকির অভিযোগ উঠল এক ইউটিউবারের বিরুদ্ধে।১ কোটি টাকা আয় করলেও,কর না দেওয়ার অভিযোগে বাড়িতে হানা দিলেন আয়কর কর্তারা।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউটিউবার।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি এলাকায়।ইউটিউবারের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগটি প্রকাশ্যে এসেছে সোমবার।তসলিম নামে ওই ইউটিউবারের বাড়ি উত্তরপ্রদেশের বরেলিতে।’ট্রেডিং হাব ৩.০’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান তিনি।শেয়ার বাজার সম্পর্কিত ভিডিয়ো তৈরি করতেন তসলিম।ইউটিউবে তাঁর চ্যানেলের সুনামও আছে।
আয়কর দফতরের উদ্ধৃতি তুলে ধরে একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে,অনেক সোশ্যাল মিডিয়ায় চ্যানেল প্রস্তুতকারী আয়কর রিটার্ন বা ফাইলিং করছেন না।এর পিছনে চ্যানেল প্রস্তুতকারীদের কর সংক্রান্ত অজ্ঞতার বিষয়টি প্রধান কারণ বলে মনে করছে আয়কর বিভাগ।
ব্লগারদের উপর কর আরোপ নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে দ্বিমত।সোশ্যাল মিডিয়ায়কে ব্যবহার করে যে সমস্ত চ্যানেল নির্মাতাদের বার্ষিক আয় ১ কোটির উপর,কেবলমাত্র তাদের উপর কর আরোপ করা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ।যারা নিজস্ব পেশার পাশাপাশি চ্যানেল নির্মাণ করে,তাদেরকেও স্ল্যাব অনুযায়ী কর দেওয়ার উপর জোর দিয়েছেন কিছু বিশেষজ্ঞ।
যদিও কর ফাঁকি দেওয়ার আয়কর কর্তাদের অভিযোগ অস্বীকার করেছেন পরিবারের সদস্যরা। তসলিমের ভাই ফিরোজ জানিয়েছেন,তাঁর দাদা ইউটিউব চ্যানেলটি চালিয়ে বছরে প্রায় ১.২ কোটি টাকা আয় করেন। ভাইয়ের দাবি,এই আয়ের জন্য ২৪ লক্ষ টাকা কর জমা দিয়েছিলেন ইউটিউবার।
তাঁর দাদা বেআইনিভাবে ইউটিউব চ্যানেলটি চালান না বলেও জানান ফিরোজ।এর পিছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র আছে বলেও সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন।মিথ্যা মামলায় ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তসলিমের মা-ও।সম্প্রতি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে চ্যানেল নির্মাতাদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর না দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন – চন্দ্রযান ৩-র সাফল্যে হিংসায় জ্বলছে চিন, ISRO-কে টেক্কা দিতে মহাশূন্যে মানুষ পাঠাবেন…
এরপর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ইতিমধ্যে কর ফাঁকি দেওয়ার অভিযোগে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী,ইউটিউব এবং ইনস্টাগ্রামে চ্যানেল নির্মাতাদের বিরুদ্ধে আয়কর বিভাগ শুরু করেছে তদন্ত।তারই প্রেক্ষিতে তসলিম নামে ওই ইউটিউবারের বাড়িতে আয়কর বিভাগের অভিযান বলে মনে করা হচ্ছে।সেই সঙ্গে তাঁর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা নগদ অর্থও উদ্ধার করা হয়েছে বলে খবর।