সুপার সিক্সে ভারত অস্ট্রেলিয়ার লড়াই । ভারতের মহিলা ক্রিকেটাররা দারুণ খেলে জয়লাভ করেছে। ৫ রানে ৪ উইকেট নিয়ে পার্শবী চোপড়া, অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে বিধ্বস্ত করেন শেফালিরা।গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স রাউন্ডে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ অভিযান ধাক্কা খায়। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততেই হতো শেফালি বর্মাদের। হারলে টুর্নামেন্ট থেকে ভারতের বিদায় ঘণ্টা বেজে যেত। শেষমেশ শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে পরাজিত করে শেষ চারের লড়াইয়ে ভেসে থাকে ভারতের গ্রুপের বাকিরা কবে কাদের বিরুদ্ধে খেলবে।
আরও পড়ুন – এবার নয়া দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ, কি সেই দুর্নীতি
সুপার সিক্সে সোমবার অস্ট্রেলিয়ার লড়াই আমিরশাহির বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ আমিরশাহিসুপার সিক্সের ১ নম্বর গ্রুপের পয়েন্ট টেবিল
১. ভারত: ম্যাচ-৪, জয়-৩, হার-১, পয়েন্ট-৬ (নেট রান-রেট +২.৮৪৪)
২. অস্ট্রেলিয়া: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +২.৩৪৮)
৩. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.৪৯০)
৪. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.২৬৮)
৫. শ্রীলঙ্কা: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট -২.৯৫০)
৬. আমিরশাহি: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট -৪.১৭৫)ম্যাচের সেরা পার্শবী
৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন ভারতের পার্শবী চোপড়া। সঙ্গত কারণেই তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।লিগ টেবিলের শীর্ষ ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল জয়ের সুবাদে লিগ টেবিলের এক নম্বরে উঠে এল ভারত। তাদের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। যদিও এখনই ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত বলা যাবে না। বরং এমন দাপুটে জয়ের পরেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন শেফালিরা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও এক দল নিজেদের শেষ ম্যাচে না হারলে ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না। কেননা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি তাদের শেষ ম্যাচ জেতে, তবে ভারতের মতো তারাও ৬ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে সুপার সিক্স রাউন্ডে ভারতের থেকে বেশি ম্যাচ জয়ের সুবাদে সেমিফাইনালে উঠবে তারাই।