আগামী ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত

আগামী ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত

আগামী ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। তবে সেটি ক্রিকেটে নয়। শুরু হচ্ছে এশিয়ান গেমস ২০২৩। চিনের হাংচৌ শহরে আয়োজিত হতে চলেছে। ভারতীয় হকি দল এই টুর্নামেন্টে অংশ নিতে রওনা দিয়েছে ইতিমধ্যে। চলতি মাসের ৩০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। ভারতের পুরুষ হকি দলকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। ২৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল অভিযান শুরু করবে।

আরও পড়ুনঃ ফের বন্দে ভারত বাংলায়, হাওড়া-পাটনা শুরু হচ্ছে সোমবার থেকেই

ভারতকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, জাপান, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং উজবেকিস্তানের সাথে পুল এ-তে রাখা হয়েছে। পুল বি-তে রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, চিন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। প্রতিটি পুলের শীর্ষে থাকা ২টি দল সেমিফাইনালে উঠবে। হরমনপ্রীত সিং আবার দলের অধিনায়ক। হার্দিক সিং সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন। হরমনপ্রীত বলছিলেন, ‘দল এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে খামতি রাখেনি। আমরা সম্প্রতি চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভাল পারফর্ম করেছি। তবে এশিয়ান গেমসে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হব। দল আত্মবিশ্বাসী।

 

ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের আগে কঠিন অনুশীলন করেছি। আমরা মানসিক ও শারীরিকভাবে সবচেয়ে ভাল পরিস্থিতিতে আছি। উজবেকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের পর ভারতীয় দল ২৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ২৮ সেপ্টেম্বর জাপান এবং ৩০ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আগামী ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ভারতীয় দল। উজবেকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের পর ভারতীয় দল ২৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ২৮ সেপ্টেম্বর জাপান এবং ৩০ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আগামী ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ভারতীয় দল।

 

ভারতীয় দলে রয়েছেন গোলকিপার পিআর শ্রীজেশ ও কৃষ্ণা পাঠক। বরুণ কুমার, অমিত রোহিদাস, জারমানপ্রীত সিং, হরমনপ্রীত সিং এবং সঞ্জয় ডিফেন্স লাইনের দায়িত্ব সামলাবেন। মিডফিল্ডে রয়েছেন নীলকান্ত শর্মা, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, সুমিত এবং শমসের সিং। ফরোয়ার্ড লাইনে অভিষেক, গুরজন্ত সিং, মনদীপ সিং, সুখজিত্‍ সিং এবং ললিত কুমার উপাধ্যায়। শ্রীজেশ ও কৃষ্ণা পাঠক। বরুণ কুমার, অমিত রোহিদাস, জারমানপ্রীত সিং, হরমনপ্রীত সিং এবং সঞ্জয় ডিফেন্স লাইনের দায়িত্ব সামলাবেন। মিডফিল্ডে রয়েছেন নীলকান্ত শর্মা, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, সুমিত এবং শমসের সিং। ফরোয়ার্ড লাইনে অভিষেক, গুরজন্ত সিং, মনদীপ সিং, সুখজিত্‍ সিং এবং ললিত কুমার উপাধ্যায়।

en.wikipedia.org