12 সেপ্টেম্বর বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে iPhone 15 সিরিজ়

12 সেপ্টেম্বর বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে iPhone 15 সিরিজ়, বছরের সবথেকে বড় ইভেন্ট নিয়ে হাজির হতে চলেছে Apple। এক বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে iPhone 15 Series লঞ্চ করতে চলেছে কুপার্টিনোর টেক জায়ান্টটি। বিগত বেশ কিছু মাস ধরে নতুন আইফোন লাইনআপের ফোনগুলির একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন সামনে এসেছে। ডায়নামিক আইল্যান্ড থেকে শুরু করে Type-C চার্জিং পোর্ট এই সব ফিচার পেতে চলেছে iPhone 15 সিরিজ়ের ফোনগুলি। এবার Apple ঘোষণা করে দিল, 12 সেপ্টেম্বর তারা আনুষ্ঠানিক ভাবে iPhone 15 সিরিজ়ের পর্দা উন্মোচন করবে একটি বড় লঞ্চ ইভেন্টের মাধ্যমে। নতুন আইফোন সিরিজ় লঞ্চের আগে 10 পয়েন্টে জেনে নেওয়া যাক জরুরি কিছু তথ্য।

 

 

 

 

1) iPhone 15-র লঞ্চ ইভেন্টটি আয়োজিত হতে চলেছে 12 সেপ্টেম্বর, ভারতীয় সময় রাত সাড়ে দশটায়। Apple এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ইভেন্টটি দেখতে পারবেন সকলে।

2) iPhone এর পাশাপাশি সে দিন Apple Watch Series 9-ও লঞ্চ করা হতে পারে। শুধু তাই নয়। Apple Watch Ultra-র একটি নতুন ভার্সনও লঞ্চ হতে পারে। এছাড়াও অ্যাপল একটি নতুন ডিভাইসের ঘোষণা করতে পারে, যাতে M3 প্রসেসর থাকতে পারে।

 

 

 

 

3) ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, iPhone 15 এর প্রোডাকশন শুরু হবে ভারতের তামিলনাড়ুতে। সেখানে শ্রীপেরুমবুদুরে ফক্সকন টেকনোলজি গ্রুপের প্ল্যান্টে তৈরি করা হবে পরবর্তী আইফোন সিরিজ়ের মডেলগুলি। রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে, চিন থেকে ফক্সকনের ফ্যাক্টরি সরিয়ে ভারতে নিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই ডিভাইস তৈরি করার বরাত মিলেছে।

 

 

 

৪) রিপোর্ট থেকে জানা গিয়েছে, iPhone 15-এর লো-লাইট ক্যামেরা পারফরম্যান্সের উপরে জোর দেওয়া হচ্ছে। এই ফোনটি এবং এই সিরিজ়ের প্লাস মডেলটিতে দেওয়া হতে পারে 48MP ক্যামেরা।

৫) পারফরম্যান্সের দিক থেকে iPhone 15 চালিত হবে A17 Bionic চিপসেটের সাহায্যে, যা iPhone 14-র থেকে বেশ বড় আপগ্রেড পাচ্ছে।

৬) iPhone 15 Pro মডেলগুলি অনেকটাই দামি হতে চলেছে। তবে প্লাস এবং স্ট্যান্ডার্ড মডেলগুলির দাম কিছুটা কম হবে, iPhone 14 সিরিজ়ের মতোই।

৭ ) এই প্রথম কোনও আইফোন সিরিজ় লাইটনিং পোর্টের পরিবর্তে USB-C চার্জিং পোর্ট পেতে চলেছে।

 

 

 

আরও পড়ুন –   জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন, তৈরি হচ্ছে স্পেশাল লিফট!…

 

 

 

 

 

৮ ) ভারতে iPhone-এর অন্য দুই সাপ্লায়ার পেগাট্রন গ্রুপ এবং উইস্ট্রন কোম্পানি, যাদের ফ্যাক্টরি অধিগ্রহণ করেছে টাটা গ্রুপ, তারাও খুব শীঘ্রই iPhone 15 এর প্রোডাকশন শুরু করবে বলে জানা গিয়েছে। যদিও নতুন ফোনগুলির প্রোডাকশন স্কেল নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্কেল নির্ভর করছে ফোন তৈরির বিভিন্ন উপাদান কতটা পরিমাণে পাওয়া যাচ্ছে তার উপরে। আর সেই উপাদান মূলত বাইরে থেকেই আসে।

৯ ) একাধিক লিক থেকে জানা গিয়েছে, নতুন আইফোনগুলিতে বেশ কিছু বড়সড় পরিবর্তন করা হবে, যা এতদিন পর্যন্ত কোনও আইফোনেই দেখা যায়নি।

১০ ) এই সিরিজ়ের প্রত্যেকটি ফোনেই দেওয়া হচ্ছে ডায়নামিক আইল্যান্ড নচ ডিজ়াইন। প্রসঙ্গত, আপাতত এই ডিজ়াইন রয়েছে কেবল iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এই ফোন দুটিতে।