জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন, তৈরি হচ্ছে স্পেশাল লিফট! আর কী ব্যবস্থা রাখছে মোদী সরকার?

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন, তৈরি হচ্ছে স্পেশাল লিফট! আর কী ব্যবস্থা রাখছে মোদী সরকার? সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয়া দিল্লিতে বসছে জি২০ শীর্ষ সম্মেলনের আসর। মূল অনুষ্ঠানটি হবে ৯ থেকে ১০ সেপ্টেম্বর। এই উপলক্ষ্যে রাজধানীতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতারা। ২৯টি দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আসার কথা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের। অতিথিদের থাকার জন্য দিল্লি রাজধানী এলাকার ৩০টিরও বেশি হোটেল নির্দিষ্ট করা হয়েছে। নিঃসন্দেহে, সকল অতিথিদের মধ্যে বিশেষভাবে নজর থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট থাকবেন আইটিসি মৌর্য শেরাটন হোটেলে। এর জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।

 

 

 

 

 

বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, এনএসজি কমান্ডো এবং দিল্লি পুলিশের বেশ কয়েকটি দলকে নিযুক্ত করা হয়েছে। প্রতিটি নিরাপত্তা সংস্থার কমান্ডোদের বিভিন্ন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রেটার নয়ডার ভিআইপি নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রে ১,০০০ কর্মীর একটি দলকে সংগঠিত করছে সিআরপিএফ। জি২০ শীর্ষ সম্মেলনে আগত প্রতিনিধিদের নিরাপত্তার জন্য সিআরপিএফ গার্ডের মোট পঞ্চাশটি দল মোতায়েন করা হবে।

 

 

 

 

সূত্রের খবর, আইটিসি মৌর্য হোটেলের চৌদ্দতম তলায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর জন্য একটি প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে। চৌদ্দতম তলায় তাঁর ওঠার জন্য একটি বিশেষ লিফট স্থাপন করা হবে। অর্থাৎ, সাধারণ মানুষ যে লিফট ব্যবহার করেন, সেই লিফট তিনি ব্যবহার করবেন না। হোটেলের প্রতিটি তলে ‘আমেরিকান সিক্রেট সার্ভিস’-এর কমান্ডোরা উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দল ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে এই পর্যন্ত বেশ কয়েকটি বৈঠকও করেছে তারা। প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তায় দায়িত্ব থাকে ‘মার্কিন সিক্রেট সার্ভিস’। দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলন শুরুর তিন দিন আগেই সিক্রেট সার্ভিসের একটি দল দিল্লিতে পৌঁছবে। মার্কন প্রেসিডেন্টের আগমনের আগেই গোটা হোটেল প্রাঙ্গণ পরিদর্শন করবে মার্কিন সিক্রেট সার্ভিস।

 

 

 

 

 

আরও পড়ুন – ভারতে জি২০ সম্মেলনে ‘না’ কিন্তু চিন সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

 

 

 

 

 

তবে, শুধু মার্কিন প্রেসিডেন্টই নন, তাঁর সঙ্গে যে মার্কিন প্রতিনিধিদল আসবে, তারাও চাণক্যপুরীর আইটিসি মৌর্য শেরাটনেই থাকবে। সব মিলিয়ে মার্কিন প্রতিনিধিদের থাকার জন্য এই হোটেলের প্রায় ৪০০টি ঘর বুক করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও আইটিসি মৌর্য হোটেলে একাধিক মার্কিন প্রেসিডেন্টের পা পড়েছে। জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং বারাক ওবামা – তিন-তিনজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রাত কাটিয়েছেন এই হোটেলে। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আতিথ্যের অভিজ্ঞতাও রয়েছে হোটেলটির।