বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়,

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়, ‘আপনি কাজ করতে অপারগ’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhay) বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়, চেয়ারম্যানের হয়ে হলফনামা দিচ্ছেন ‘ক্লার্ক’! পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhay)। নির্দেশ কার্যকর করবেন শিক্ষা দফতরের সচিব। মধুসূদন ভট্টাচার্য্য (Madhusudan Bhattacharya) পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের মেমারির বিধায়ক মধুসূদনবাবু (Madhusudan Bhattacharya)।

 

 

 

 

পর্ষদের আপার ডিভিশন কেরাণীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট (Calcutta High Court) । আদালতের নির্দেশ ছিল, একটি আবেদনের প্রেক্ষিতে শিক্ষকের স্থানান্তরের বিষয়ে চেয়ারম্যানকে হলফনামা জমা দিতে। মধুসূদনবাবু (Madhusudan Bhattacharya) আদালতে জানান, তিনি করোনা ও ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত ছিলেন, তাই এই কাজ করেছেন। তবে তিনি ক্ষমা চাইছেন।

 

 

 

 

 

এক প্রাথমিক শিক্ষকের বদলি সংক্রান্ত মামলায় এমন নির্দেশ দিয়েছেন তিনি। মামলাকারী আইনজীবী ফিরদৌস সামিম জানান, বদলির নির্দেশ আদালত দেয়নি। তবে পূর্ব বর্ধমান DPSC ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বুধবার ওই চেযারম্যানকে এজলাসে তলব করা হয়। তারপরই কর্তব্যে গাফিলতির কারণে আদালতের বরখাস্তের পদক্ষেপ।

 

 

 

আরও পড়ুন – মৃতদেহ হাইজ্যাক করে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,

 

 

আরও পড়ুন –  বিবাহ বহির্ভূত সম্পর্ক! কাকদ্বীপে পুরুষ সঙ্গীর সঙ্গে বাড়ির পিলারে বেঁধে বধূর ওপর…

 

 

 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhay)  মন্তব্য, ‘অসুস্থ হলে পদত্যাগ করুন অন্য কেউ কাজ করবেন। আমি মনে করি, আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে অপারগ।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhay) নির্দেশ, রাজ্যের শিক্ষা সচিব এই চেয়ারম্যানকে সরানোর বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।

 

আরও পড়ুন –  মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভায় ওয়াক আউট করল বিজেপি, কি বললেন বললেন…

 

 

(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top