নিয়ম মাফিক তার স্বাস্থ্য পরীক্ষা করাতে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হল কমান্ড হাসপাতালে

নিয়ম মাফিক তার স্বাস্থ্য পরীক্ষা করাতে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হল কমান্ড হাসপাতালে

নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য যদি জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ই ডি আধিকারিকরা রওনা দিল তাদের সল্টলেকের অফিস থেকে। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক বলেন তার বা হাত এবং বাঁ পা প্রায় প্রায় প্যারালাইসিস এর জায়গায় চলে যাচ্ছে । তিনি জানান তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি দাবি করেন ১৩ তারিখে সাংবাদিকদের সাথে তার ম্যানশন কোর্টে দেখা হবে। নিয়ম মাফিক তার স্বাস্থ্য পরীক্ষা করাতে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হল কমান্ড হাসপাতালে।

 

রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বালুকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ইডির। সেই মতোই শুক্রবার সকাল ১১টা নাগাদ বালুকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গাড়়িতে ওঠার সময় বালু বলেন, ”আমার শরীরটা খুব খারাপ। আমার বাঁ হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিত্‍সার জন্য যাচ্ছি। চিকিত্‍সা করিয়ে ফিরে আসব।”

আরও পড়ুনঃ নৈহাটি বড় মা এর গল্প

এ ছাড়াও সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ”১৩ নভেম্বর আপনাদের সঙ্গে দেখা হবে ব্যাঙ্কশাল আদালতে।” এর পরই হাত নেড়ে গাড়িতে উঠে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী। এর আগে বুধবার স্বাস্থ্যপরীক্ষার জন্য বালুকে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

 

বুধবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য সিজিও থেকে কম্যান্ড হাসপাতাল যাওয়ার সময় বালুকে ইডির অভিষেককে ফের তলব করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে বনমন্ত্রী বলেছিলেন, ‘কোন বন্দ্যোপাধ্যায়?’ তার পরই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে পাল্টা প্রশ্ন করেন জ্যোতিপ্রিয়। বলেছিলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?’ তার পর একটু থেমে জ্যোতিপ্রিয় বলেন, ‘আপনাদের একটা কথা বলি শুনুন। আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন। ১৩ তারিখ আমাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। সেখানে বুঝতে পারবেন আমি অত্যন্ত ক্লিয়ার।’

 

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর বালু-‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। বাকিবুরের পাশাপাশি আরও একাধিক ব্যক্তিকেও রেশন দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর বালুর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর গ্রেফতারও করা হয় বালুকে। ইডির অভিযোগ, রেশন দুর্নীতি থেকে আর্থিক দিক দিয়ে ‘লাভবান’ হয়েছেন বালু। মন্ত্রীর গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের পাশাপাশি বর্তমান এবং প্রাক্তন আপ্তসহায়ককেও তলব করে বয়ান লিপিবদ্ধ করেছে ইডি।

en.wikipedia.org