Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
মিলল না জামিন, ফের সাতদিনের ইডি হেফাজত বালুর

মিলল না জামিন, ফের সাতদিনের ইডি হেফাজত বালুর

মিলল না জামিন, ফের সাতদিনের ইডি হেফাজত বালুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মিলল না জামিন, ফের সাতদিনের ইডি হেফাজত বালুর

মিলল না জামিন। ফের সাত দিনের ইডি হেফাজত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।  রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। ১৩ নভেম্বর তাঁকে ফের আদালতে পেশ করবে ইডি।

 

২ নভেম্বর থেকেই নিজেকে ‘মুক্ত’ বলে দাবি করতে থাকেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। এমনকী তিনি যে নির্দোষ তা ইডি মেনে নিয়েছে বলে বারবার বলতে থাকেন তিনি। এদিন আদালতে প্রবেশের আগেও একবার সেকথা বলতে শোনা যায় বালুকে। মন্ত্রীর মনোবল দেখে সবাই কৌতুহলি হয়ে ওঠে, কী ভাবে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন তিনি?

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে কোনও বল না খেলেই আউট শ্রীলঙ্কার ম্যাথেউজ, কেন?

এদিন আদালতে জ্যোতিপ্রিয়কে পেশ করলে দেখা যায় মুখে বড় বড় কথা বললেও আদালতে জামিনের আবেদনই করেননি তাঁর আইনজীবীরা। উলটে হেফাজতে জ্যোতিপ্রিয়র চিকিৎসা যাতে ঠিক মতো হয় সেব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে থাকেন তাঁরা। এর পর ইডির তরফে সওয়াল করে জানানো হয়, আদালত ১০ দিনের হেফাজত দিলেও জ্যোতিপ্রিয় ৩ দিন কাটিয়ে দিয়েছেন হাসপাতালে। ফলে তাঁকে মাত্র ৭ দিন জেরা করতে পেরেছেন তদন্তকারীরা। মন্ত্রীকে আরও ৩ দিন হেফাজতে চায় তারা। দুপক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখেন বিচারক। তবে জ্যোতিপ্রিয়র তরফে জামিনের আবেদন না হওয়ায় তিনি যে ফের ইডি হেফাজতে যাচ্ছেন সেটা নিশ্চিত হয়ে যায়।

 

সোমবার সন্ধ্যায় আদালত জানায়, ইডির আবেদন মেনে জ্যোতিপ্রিয়কে ফের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের দিকে হাত নেড়ে জ্যোতিপ্রিয় বলেন, ‘সাত দিন পরে আসছি’। আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের দিকে হাত নেড়ে জ্যোতিপ্রিয় বলেন, ‘সাত দিন পরে আসছি’। যদিও জ্যোতিপ্রিয়র আইনজীবীরা জানাচ্ছেন নিয়মিত আদালত না বসলে জামিনের আবেদন করে লাভ নেই। তাই জামিনের আবেদন করা হয়নি।

 

কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করেও জ্যোতিপ্রিয় কেন আদালতে জামিনের আবেদন করলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। সোমবার CGO কমপ্লেক্স থেকে বেরনোর সময় জ্যোতিপ্রিয় বলেন, ১১ দিন ধরে ইডি বুঝতে পেরেছে আমি নির্দোষ। প্রশ্ন হল, ইডি যদি সত্যিই বুঝতে পারে মন্ত্রীমশাই নির্দোষ তাহলে তাঁকে ফের কেন হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাল তারা? যদিও জ্যোতিপ্রিয়র আইনজীবীরা জানাচ্ছেন নিয়মিত আদালত না বসলে জামিনের আবেদন করে লাভ নেই। তাই জামিনের আবেদন করা হয়নি।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top