Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ফের চর্চায় কাঞ্চন-শ্রীময়ী

ফের চর্চায় কাঞ্চন-শ্রীময়ী

ফের চর্চায় কাঞ্চন-শ্রীময়ী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফের চর্চায় কাঞ্চন-শ্রীময়ী

চতুর্থীতে ফের এক ফ্রেমে ধরা দিলেন কাঞ্চন ও শ্রীময়ী। তাও আবার দুজনের পোশাকের রঙ মিলে গেল। ফের চর্চায় উঠে এল এই যুগলের প্রেমের গুঞ্জন। তাতে থোড়াই কেয়ার কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। সেজেগুজে হাসিমুখেই এক ফ্রেমে ধরা দিলেন দুই তারকা। এই শারদীয়ায় ক্যাপশনেও চমক। পাশাপাশি প্রকাশ্যেই সদর্পে আমি থেকে ‘আমরা’ হয়ে ধরা দিলেন কাঞ্চন-শ্রীময়ী। পোশাকও রং মিলান্তি।

আরও পড়ুনঃ পুজোর মুখেই এলাকাবাসীকে নতুন ফাঁড়ি উপহার প্রশাসনের খুশি এলাকাবাসী

পুজোর আমেজে লাল পোশাককেই বেছে নিয়েছেন তারকাযুগল। শহর শহর তিলোত্তমায় মহালয়া থেকেই শুরু পুজোর আমেজ। প্রথমা থেকেই মণ্ডপে মণ্ডপে জনঅরণ্য। কলকাতার অলি-গলিতে এখন উত্‍সবের মরসুম। আমজনতার মতো তারকারাও দুর্গাপুজোর(Kolkata Durga Puja 2023) আমেজে গা ভাসিয়েছেন। আর এই পুজোর সময়ে সেলেবদের ব্যস্ততা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কেউ পুজোর মুখ আবার কেউ বা কোনও মণ্ডপে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকেন। বাদ যাননি কাঞ্চন-শ্রীময়ীও। ‘চর্চিত প্রেমিক’ তথা ‘কাঞ্চনদা’র সঙ্গে অভিনেত্রী গিয়েছিলেন এক পুজোর উদ্বোধনে। পুজোর উদ্বোধনে।

 

চতুর্থীতে তারকা বিধায়ক হাজির হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রীর বাড়িতে। যিনি কিনা নিজেও এখন পুরোদস্তুর তারকা। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’-এর দৌলতে ‘হ্যালো বাবু’কে সকলেই চেনেন। তিনি পার্থ ভৌমিক। তাঁর পুজোতেই জুটিতে আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক সতীর্থ কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। লাল রঙের সালোয়ারে দেখা গেল অভিনেত্রীকে। আর কাঞ্চনের পরনে লাল পাঞ্জাবি। শ্রীময়ীর শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা- গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়ের আমন্ত্রণে ওঁর পুজোয় উপস্থিত ছিলাম আমরা।
শুভ চতুর্থী। শ্রীময়ীর শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা- গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়ের আমন্ত্রণে ওঁর পুজোয় উপস্থিত ছিলাম আমরা।
শুভ চতুর্থী।

 

সেই ছবি ভাইরাল হতেও সময় নেয়নি। আজকাল প্রায়ই ইতি-উতি দেখা যায় কাঞ্চন-শ্রীময়ীকে। এবার অভিনেত্রীর ক্যাপশনে ‘আমরা’ লেখা শব্দটি নজর টেনেছে নেটপাড়ার। ২০২০ সালে কাঞ্চনের সঙ্গে স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ঝামেলার সময়েই শ্রীময়ীর কথা প্রকাশ্যে আসে। সেই ছবি ভাইরাল হতেও সময় নেয়নি। আজকাল প্রায়ই ইতি-উতি দেখা যায় কাঞ্চন-শ্রীময়ীকে। এবার অভিনেত্রীর ক্যাপশনে ‘আমরা’ লেখা শব্দটি নজর টেনেছে নেটপাড়ার। ২০২০ সালে কাঞ্চনের সঙ্গে স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ঝামেলার সময়েই শ্রীময়ীর কথা প্রকাশ্যে আসে।

en.wikipedia.org

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top