ফের পিছিয়ে গেল করণ জোহার পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহানি। কবে পাবে মুক্তি? কী বললেন পরিচালক?
একদিকে যখন পাঠান ঝড় বলিউডে তুঙ্গে, তখন একের পর এক পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিন। প্রতিদিনই বাড়ছে কোটি কোটি টাকার বক্স অফিস কালেকশন। অনেক নামি-দামী ছবির রেকর্ড ভেঙে এগিয়ে গিয়েছে পাঠান। হিন্দি-তামিল-তেলেগু সমস্ত ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। ফলে অন্যান্য ছবির বাজার প্রায় অনেকটাই দমে গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই নিয়ে দ্বিতীয়বার পিছিয়ে গেল করণ জোহারের ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি। মণি রত্নম পরিচালিত পোন্নিইন সেলভান টু-এর মুক্তির সময় এক হওয়ায় পিছিয়ে গেল ছবি মুক্তি।
দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভুর আগামী ছবি শকুন্তলমের (Shaakuntalam) মুক্তির দিনও পিছিয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১ ফেব্রুয়ারির জায়গায় মার্চে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে, কার্তিক আরিয়ানের আগামী ছবি শেহজাদারও মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন ডে-কে টার্গেট করে ১০ ফেব্রুয়ারি ছবি মুক্তির দিন ঘোষণা করলেও, আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
করণ জোহারের কামব্যাক ছবি Rocky Aur Rani Ki Prem Kahani প্রথম মুক্তি পাওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি। দিন পরিবর্তন করে তা যায় ২৯ এপ্রিল। এই সময়ে মুক্তি পাবে মনি রত্নমের PS-2। তাই আবারও দিন পরিবর্তন করে তা নিয়ে যাওয়া হয় ২৮ জুলাই। রণবীর সিং ও আলিয়া ভাটের প্রেম কাহিনি পর্দায় দেখার জন্য দর্শকও মুখিয়ে। এর আগেই আমরা ছবির শ্যুটিং ফ্লোর থেকে তাঁদের খুশির মুহূর্তগুলো দেখেছিলাম করণ জোহারের ইনস্টাগ্রামে। কেক কেটে শেষ দিনের সেলিব্রেশনও ধরা পড়েছিল সেখানে।
দ্বিতীয়বার ছবি মুক্তির দিন নিজের সোশাল মিডিয়া ইন্সস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করলেন করণ। তিনি লেখেন, “সবর কা ফল মিঠা হোতা হ্যায়… তাই এই মিঠাস আরও বাড়াতে এই বিশেষ ঘোষণা। আমরা আসছি অনেকটা ভালোবাসা নিয়ে।” একইসঙ্গে তিনি আরও লেখেন, “রকি ও রানির পরিবার তৈরি হচ্ছে আপনাদের ভালোবাসার এক অবিশ্বাস্য গল্প শোনাতে। রকি অউর রানি কি প্রেম কাহানি পর্দায় আসবে ২৮ জুলাই ২০২৩।”
আরও পড়ুন- যে অন্যায় করেছে জেলে গিয়েছে,ভাঙড় শান্তই আছে মুখ খুললেন আরাবুল
জুটিকে। করণ জোহর পরিচালিত (Rocky Aur Rani Ki Prem Kahini) ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। রুপোলি পর্দায় পুরনো জুটির নতুন স্বাদ পেতে একপ্রকার মুখিয়ে রয়েছে সিনেপ্রেমী মানুষ। করণের নতুন ছবিতে রয়েছে মেগা তারকা সমাবেশ।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )