স্পোর্টস হাব উদ্বোধনকে কটাক্ষ উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “স্পোর্টস হাব একটি ললিপপ। যা ২০২৪ পর্যন্ত চলবে।” নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন স্পোর্টস হাব তৈরির কাজের সূচনা হলো। রবিবার দুপুরে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেলের জমিতে স্পোর্টস হাব তৈরির জন্য আয়োজিত হয় ভুমি পুজো। দীর্ঘ জল্পনার অবসান হয় এই দিনেই কাজের মধ্য দিয়ে। এদিন ভূমি পুজোয় উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রের ক্রীড়া দপ্তরের মন্ত্রী অনুরাগ ঠাকুর।
আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের দুই প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জন বারলা, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্যতম কর্মকর্তা কল্যান চৌবে, বিধায়ক সুকুমার রায়,বিধায়ীকা মালতি রাভা রায় সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের দুই মন্ত্রীর গলায় রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতার কথা শোনা যায়।
তারা বলেন যাতে রাজ্য সরকার সহযোগিতা করেন সেই বিষয়টি আবেদন জানাই। এদিন বক্তব্য রাখতে গিয়েই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, এই প্রথম কেন্দ্রের দুই দপ্তরের সমন্বয়ে কোন প্রজেক্ট তৈরি হচ্ছে। মূলত উত্তরবঙ্গ তথা নিম্ন আসামের তরুণ প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে স্পোর্টস হাব তৈরি করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
একাধিকবার রাজ্য সরকারের কাছে জমির জন্য আবেদন করা হলেও রাজ্য সরকার জমি না দেওয়ায় বাধ্য হয়েই রেলের সাথে যৌথ সমন্বয়ে এই স্পোর্টস হাব তৈরি করা হবে বলে জানা গেছে। একদিকে যেমন এদিন ভূমি পুজো আয়োজিত হয় তেমনি থ্রিডি প্রজেক্ট এর মাধ্যমে দেখানো হয় ঠিক কি রকম হবে এই স্পোর্টস হাব। অত্যাধুনিকভাবে খেলাধুলার উন্নত মানে সরঞ্জাম সহ এই স্পোর্টস হাব তৈরি হবে বলে জানা যায়।
ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, এই প্রথম রেল ও ক্রীড়া যুব কল্যান দপ্তরের উদ্যোগে যৌথভাবে স্পোর্টস হাব তৈরি হচ্ছে। প্রথম পর্যায়ে ৭৫ কোটি টাকা ব্যায়ে স্পোর্টস হাবের কাজ শুরু করা হবে এবং আগামী ২০২৪ সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। এদিন তিনি বলেন এখানে আন্তর্জাতিক মানের হকির অ্যাস্ট্রোটাফ যেমন তৈরি হবে তেমনি আর্চারি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন স্পোর্টস সাইন্স, ইনজুরি ম্যানেজমেন্ট এর ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
পাশাপাশি প্রথম পর্যায়ে ১০০ বেডের আবাসিকদের থাকার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সেটা আরো বাড়ানো হবে। এখানে দেশ-বিদেশের কোচেদের নিয়ে প্রশিক্ষন দেওয়ানো হবে।নিউ কোচবিহারে স্পোর্ট হাবের উদ্বোধনকে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “স্পোর্টস হাব একটি ললিপপ। যা ২০২৪ পর্যন্ত চলবে।” কটাক্ষ উদয়ন