কেরলের নাম বদলের প্রস্তাব নিয়ে এল পিনারাই বিজয়নের সরকার। ঈশ্বরের আপন দেশ কেরলের নাম বদলাচ্ছে। বুধবারই কেরলের (Kerala) নাম বদলের প্রস্তাব পেশ হল রাজ্য বিধানসভায়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারের তরফেই কেরলের নাম বদলের প্রস্তাব পেশ করা হল বিধানসভায়। ওই প্রস্তাবে বলা হয়েছে, এবার থেকে কেরলের নতুন নাম হবে ‘কেরালাম’ (Keralam)। এই নতুন নামকরণের ব্যাপারে এদিন কেন্দ্রকে অনুরোধ করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্য বিধানসভায় কেরলের নাম ‘কেরালাম’করার প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বাম বিধায়কেরা। কংগ্রেস বা ইউডিএফ বিরোধীরা রাজ্যের এই নতুন নামকরণের প্রস্তাবের কোনও বিরোধিতা করেননি। এদিন রাজ্যের নতুন নামকরণের প্রস্তাব পেশ করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, মালয়ালম ভাষায় রাজ্যের নাম ‘কেরালাম’। ভাষার ভিত্তিতে রাজ্যগুলি গঠিত হয়েছিল ১ নভেম্বর, ১৯৫৬ সালে।
যদিও রাজ্য বিধানসভায় কেরলের নতুন নামকরণের প্রস্তাব পাশ হলেও কেন্দ্রের সম্মতি ছাড়া সেটা কার্যকর হবে না। যেমন, কয়েক বছর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাশ করিয়েছিলেন বিধানসভায়। কিন্তু, সেই প্রস্তাবে এখনও কেন্দ্রের তরফে সিলমোহর পড়েনি। ফলে সরকারি ক্ষেত্রে এখনও পশ্চিমবঙ্গ নামই ব্যবহৃত হয়।
এদিন রাজ্যের নতুন নামকরণের প্রস্তাব পেশ করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, মালয়ালম ভাষায় রাজ্যের নাম ‘কেরালাম’। ভাষার ভিত্তিতে রাজ্যগুলি গঠিত হয়েছিল ১ নভেম্বর, ১৯৫৬ সালে। তিনি আরও বলেন, দেশের মালায়ালাম-ভাষীদের জন্য একটি যুক্ত কেরল গঠনের প্রয়োজনীয়তা স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই দৃঢ়ভাবে উঠে আসছে। কিন্তু সংবিধানের প্রথম তফসিলে আমাদের রাজ্যের নাম কেরল হিসাবে লেখা হয়েছে।” তাই কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে নাম বদলের প্রস্তাব গ্রহণের কথা জানান তিনি।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)