আজ চার ডিগ্রি নামল পারদ, বৃষ্টির পূর্বাভাসও দিল হাওয়া অফিস, বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তার পরেও যেন ফেরার ইচ্ছে নেই শীতের। তাই আজ, শুক্রবার সকালে ফের নামল তাপমাত্রার পারদ (Kolkata Temperature)। শহরে ফিরল শীতের আমেজ। তবে এতে আনন্দের কারণ নেই, কারণ আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়লেই বদলাবে হাওয়া। সূর্যের তেজ বাড়বে, ফিকে হবে ঠান্ডাভাব। আগামী কয়েকদিন এভাবেই চলার পরে আগামী ১৫ ফেব্রুয়ারির পর থেকে শীত পাকাপাকিভাবে উধাও হবে।
কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে এরকমই। কাল থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি। গতকাল, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০. ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি (4 degree celcius)। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯০ শতাংশ।
দক্ষিণে হালকা কুয়াশার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। শনি ও রবিবার দিন ও রাতের তাপমাত্রা, দুইই বাড়বে। ফের সোমবার থেকে পারদ নামতে থাকবে। এর পরে বুধবারের পর থেকে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে, শীতের বিদায় হবে পাকাপাকি।
এর মধ্যেই পাকিস্তান থেকে রাজস্থান পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব চলছে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কাশ্মীর ভ্যালি, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। পাঞ্জাব, চণ্ডীগড় এবং হরিয়ানার কিছু অংশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
আরও পড়ুন –বি গার্ডেনের নিরাপত্তারক্ষীদের গার্ডের তাড়ায় গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবক, উদ্ধার হল দেহ
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )