অনলাইন বৈঠকে কর্মীদের কর্মীদের উপর চিৎকার! ভিডিয়ো ফাঁস হতেই সাসপেন্ড কলকাতার ব্যাঙ্কের কর্তা l চোখ বড় বড় করে কর্মীদের উপর তারস্বরে চিৎকার করেছেন এক আধিকারিক। শুধু তাই নয়, কদর্য ভাষায় আক্রমণও করেছেন তিনি। অফিসে বসের মুখঝামটা খেতে কার ভাল লাগে বলুন! কাজে ভুল করলে তো বকুনি জোটেই। বকুনি না হয় মেনে নেওয়া যায়। কিন্তু তাই বলে কদর্য ভাষায় চিৎকার! এমন কাণ্ডই ঘটেছে কলকাতার (Kolkata) একটি বেসরকারি ব্যাঙ্কে। এই ভিডিয়োটি ঘিরে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে (Social Media) । ওই আধিকারিকের বিরুদ্ধে সরব হয়েছেন সকলে। অনেকে আবার এই ভিডিয়োটি দেখে হেসে কুটিপাটি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই আধিকারিককে সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ।
অনলাইন বৈঠকে (Online Meeting) কর্মীদের উপর তারস্বরে চিৎকার করেছেন এক আধিকারিক। শুধু তাই নয়, কদর্য ভাষায় আক্রমণও করেছেন তিনি। সেই বৈঠকের ভিডিয়ো ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি সাইন টিভি ২৪x7 l ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ব্যাঙ্কের ওই আধিকারিককে সাসপেন্ড করেছেন ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষ।
আরও পড়ুন – অভিযোগ মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে ,আদালতে দাবি ‘কালীঘাটের কাকু’র,
ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যাঙ্কের এক আধিকারিক কয়েক জন কর্মীর সঙ্গে অনলাইনে বৈঠক করছেন। কর্মীদের নাম ধরে ধরে তাঁদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইছেন। কর্মীদের কাজ নিয়ে ওই আধিকারিক একেবারেই খুশি নন। সকলকে কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন তিনি। পাশাপাশি শাসাচ্ছেন তাঁদের। ওই আধিকারিক এক কর্মীর কাছে জানতে চান, মাসে ক’টা সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন তিনি। কম সেভিংস অ্যাকাউন্ট খোলায় রেগে যান আধিকারিক। চেঁচিয়ে আগামী দিনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন তাঁকে। চোখ বড় বড় করে কর্মীদের উপর চেঁচাতে দেখা গিয়েছে ওই আধিকারিককে। তাঁর চিৎকারে কর্মীরা ভয়ে সিঁটিয়ে রয়েছেন। সকলের মুখই থমথমে।
#HDFC bank’s Manager Mr. Pushpal Roy. Employees were treated in an unprofessional way. I would have given back right there. Not sure why & how employees are tolerating. He is completely demoralised and done blatant attacked on employees. Should be fired !
#toxicworkenvironment pic.twitter.com/m0IrfqXl6b— Sarayu Raghavan (@srchetlur) June 5, 2023
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )