জলোচ্ছ্বাসে ভাঙ্গল ডুয়ার্সের লালপুল সেতু (Lalpul Bridge)

জলোচ্ছ্বাসে ভাঙ্গল ডুয়ার্সের লালপুল সেতু (Lalpul Bridge)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Lalpul Bridge
জলোচ্ছ্বাসে ভাঙ্গল ডুয়ার্সের লালপুল সেতু (Lalpul Bridge)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

ভুটান পাহাড় ও ডুয়ার্সের মঙ্গলবার রাতভর অতিভারি বৃষ্টির জেরে হাতি নালার জলোচ্ছ্বাসে ভেঙে পড়লো ডুয়ার্সের অতি গুরুত্বপূর্ণ লালপুল সেতু (Lalpul Bridge) । যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গয়েরকাটা- হলদিবাড়ি থেকে বিন্নাগুড়ির।চরম দুর্ভোগে সাধারণ মানুষ।রোজ শয়ে শয়ে শ্রমিক সাইকেল ও মোটর বাইকে করে সেনা ছাউনিতে কাজে যোগ দিতে যায় এই সড়ক ধরে।

 

সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে এই লাল পুল (Lalpul Bridge) ।জার ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাতি নালার ওপর দিয়ে যাতায়াত।খবর লেখা পর্যন্ত কোনো প্রশাসনিক অধিকারীক এসে পৌঁছয়নি বলেই অভিযোগ।ঘুর পথে মোরাঘাট হয়ে যাতায়াত করছে গাড়ি।

 

আর ও পড়ুন    হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)

 

গতকাল রাতে ডুয়ার্সে বৃষ্টির পরিমাণ কম হলেও ভুটান পাহাড়ে অতি ভারি বৃষ্টি হয়।ভুটান পাহাড়ের জল নেমে আসে হাতি নালায়।আর এই জলের স্রোত এতটাই ছিলো যে হাতি নালার জল রাজ্য সড়কের ওপর দিয়ে বইতে থাকে।জলের নিচে চলে যায় পাঁচটি চা – বাগান।

 

বানারহাট ব্লকের গয়েরকাটা- হলদিবাড়ি থেকে বিন্নাগুড়ি গামী জাতীয় সড়কের ওপর হাতি নালার জলে লাল পুল ভেঙে পড়ে।

 

এলাকাবাসীদের অভিযোগ, প্রতিবছর বৃষ্টিতে হাতি নালার জলে ক্ষতিগ্রস্ত হয় বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা। ডুয়ার্সের আকাশে এখনো কালো মেঘ থাকায় ফের একবার ভারি বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে।বৃষ্টি যদি বারে তবে দুর্ভোগের আশঙ্কা আরো বাড়বে বলে মনে করছেন এলাকাবাসীরা।

 

আর ও পড়ুন    জলে আগুন জ্বেলেছেন শ্রাবন্তি (Sravanti)!

 

এদিন দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি। শেষমেষ বানারহাট ট্রাফিক গার্ড ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তরফে রাস্তার দুইদিক ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয়।

 

এরপর ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জণ বারলা এবং তৃণমূল নেত্রী তথা ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী।

 

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জণ বারলা এসে পরিদর্শনকরে এই সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছেন। পাশাপাশি কেন এত তাড়াতাড়ি এই পুল ভাঙলো সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

 

এদিকে পাল্টা জন বাড়লাকে আক্রমণ করেছেন সীমা চৌধুরী। তিনি বলেন সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত জণ বারলা নিজে, কাজেই ওনার মুখে দুর্নীতির কথা মানায় না। তবে এলাকাবাসীরা চাইছেন এইসব রাজনৈতক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দ্রুত এই পুল (Lalpul Bridge)  পুনঃ নির্মাণ করা হোক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top