টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাই কারীকে ধরে ফেললো স্থানীয়রা, তারপর…। বুধবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঝাঁকরা বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর সামনে। জানা গেছে চন্দ্রকোনা টাউন থানার পান্ডুয়া গ্রামের নেপাল চন্দ্র কারক বুধবার ঐ ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে ব্যাংকের বাইরে আসে।
তিনি তার বাইকের সামনে টাকা ভর্তি ব্যাগটি রেখে যখন গাড়ি চালাতে যাচ্ছিলেন সেই সময় দ্রুতগতিতে বাইক চালিয়ে আসা ২ যুবক তার গাড়ি থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাতে থাকে। তারা যানজটে আটকে পড়ে। নেপাল চন্দ্র কারক চিৎকার করতে থাকে, যে আমার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালাচ্ছে দুই যুবক। এরপর স্থানীয় বাসিন্দারা তাদের পথ আটকায়। সেই সময় টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাইক চালিয়ে এক যুবক পালিয়ে গেলেও তার সাথে থাকা আরেক যুবককে স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় চন্দ্রকোনা টাউন থানার পুলিশকে।
আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ছিনতাইকারী যুবক কে থানায় নিয়ে যায় ।তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তাকে গ্রেফতার করে এবং পালিয়ে যাওয়াছিনতাইকারী নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে ছিনতাই এর ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে। নেপাল চন্দ্র কারক চন্দ্রকোনা টাউন থানায় গিয়ে তার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ পালিয়ে যাওয়া ছিনতাইকারী যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
উল্লেখ্য, টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাই কারীকে ধরে ফেললো স্থানীয়রা, তারপর…। বুধবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঝাঁকরা বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর সামনে। জানা গেছে চন্দ্রকোনা টাউন থানার পান্ডুয়া গ্রামের নেপাল চন্দ্র কারক বুধবার ঐ ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে ব্যাংকের বাইরে আসে।