কয়লা পাচারকাণ্ডে বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচারকাণ্ডে বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কয়লা পাচারকাণ্ডে বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়,‘আমার ভাই এবং ভাইয়ের বৌকে ভয় দেখিয়ে দলে নিতে চেয়েছিল বিজেপি’, বিধানসভায় বললেন মমতা l কয়লা পাচারকাণ্ডে বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং ভ্রাতৃবধূর দিকে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে বিধানসভায় পাল্টা মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক এবং তাঁর স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে ‘ভয় দেখিয়ে, জোর করে’ দলে যোগদান করাতে চেয়েছিল বিজেপি। সোমবার বিধানসভায় জবাবি ভাষণে এমন দাবিই করেছেন মুখ্যমন্ত্রী। যদিও কার্তিক এবং কাজরীর নাম করেননি তিনি। বলেন, ‘‘আমার ভাই এবং ভাইয়ের বৌকে ভয় দেখিয়ে, জোর করে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু, ওরা যায়নি । কারণ, ওরা জানে দিদি বকবে, রাগ করবে। আবার ভালবাসবে।’’ মমতার অভিযোগ, বিজেপিতে যোগ না দেওয়ার কারণেই কার্তিক এবং কাজরীকে নিশানা করা হচ্ছে।

 

 

বিধানসভায় শুভেন্দুর সঙ্গে মনজিতের ছবি দেখান মমতা। তার পরই বলেন, ‘‘আমি মন্দিরে, মসজিদে যাই, গুরুদ্বারেও গিয়েছি। আমার ছবি দেখানো হচ্ছে।’’ মনজিতের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে ছবি টুইট করেছেন শুভেন্দু, সেই ছবিটি একটি গুরুদ্বারে তোলা। ছবির প্রসঙ্গ উত্থাপনের পরই মমতা নাম না করে বলেন, কার্তিক এবং কাজরী বিজেপিতে যোগ না দেওয়াতেই তাঁদের নিশানা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘‘বিজেপি কয়লা নিয়ে বলছে। কোল ইন্ডিয়া কার অধীনে? সবাইকে ইডি, সিবিআই দেখাচ্ছে। তৃণমূলের যত দোষ! গদ্দার সেজেছে সাধু বেশ।’’

আরও পড়ুন –  জেলে বন্দিদের মোবাইল ব্যবহার বন্ধ করতে কড়া নির্দেশ,রাজ্যের সব সংশোধনাগারে…

শুভেন্দুর অভিযোগের পাল্টা একটি টিভি চ্যানেলে মুখ খুলেছেন কার্তিক। মনজিতের সঙ্গে তাঁর পরিচিতির কথা স্বীকার করেছেন। একই সঙ্গে খণ্ডন করেছেন শুভেন্দুর অভিযোগ। দাবি করেছেন, ‘‘জ্ঞানত কখনও অন্যায়ের সঙ্গে আপস করি না। আমার মনে হয়, ইডিতে যাঁরা রয়েছেন, তাঁরাও মানুষ। সত্য-মিথ্যা নিশ্চয়ই বিচার করে দেখবেন।’’ শুভেন্দুর সঙ্গে মনজিতের একটি ছবিও সংবাদমাধ্যমে দেখিয়েছেন কার্তিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top