জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীপুজোর শুভদিনে বাংলার লক্ষ্মীদের জন্য কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

পুজো মিটতেই আজ সাত সকালে ইডির হানা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। রেশন দূর্নীতি কাণ্ডের তদন্তের জন্যই এই তল্লাশি। সকাল আটটা নাগাদ মন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছায় ইডি। এখনও চলছে সেই তল্লাশি। আর এবার সেই তল্লাশি নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বালুদার বাড়ি ইডি, তার মধ্যে মিষ্টি হতে বিজয়া করতে সব্যসাচী

পুজো মিটতেই আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিনের বৈঠকে সকলকে শুভ বিজয়া জানিয়ে বক্তব্য শুরু করেই তিনি গর্জে উঠলেন তৃণমূল নেতাদের বাড়িতে ইডি ( ED ) তল্লাশি নিয়ে। মুখ্যমন্ত্রী বললেন, ‘এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে’।

 

সকাল গড়িয়ে দুপুর। রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দ্বাদশীর দিন ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। পুজো মিটতেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি । আর সেদিন সকালেই তাঁর বাড়িতে ‘বিজয়া করতে’ হাজির তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি না-জেনেই এসেছেন, জানালেন সাংবাদিকদের। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন, বিজয়া করতে গিয়ে দেখা গেল জ্যোতিপ্রিয়র বাড়িতে রেড হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আর কত লোককে জেলে ঢোকাবেন, এসব করেও ভোট পাবে না বিজেপি। মুখ বুজে সহ্য করছি’।

 

মুখ্যমন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত, তখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে’। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এভাবে কেউ কিছু বলল, তার ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালানো যায় কি ? মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টও বলেছে যথাযোগ্য প্রমাণ থাকতে হবে’

 

কিছুদিন আগে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশির প্রসঙ্গ টেনে তিনি বলেন ‘ববির স্ত্রী বলেছেন, ঘি-এর কৌটোটাও উল্টে দিচ্ছে’। মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি করতে গিয়ে ‘কটা শাড়ি আছে, তারও ছবি তুলছে…একটাও বিজেপি নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে ? বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না ? কারও বিরুদ্ধে কেউ কথা বললেই তল্লাশি হয়…সবকা বিকাশ নয় সবকা সর্বনাশ’। তিনি আরও বলেন. ‘লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি, কিছু রাজ্যে ভোট আছে। রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেও তল্লাশি হয়েছে। যারা কেন্দ্রীয় এজেন্সির মাথায় ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ‘ রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেও তল্লাশি হয়েছে। যারা কেন্দ্রীয় এজেন্সির মাথায় ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ‘

https://en.wikipedia.org/wiki/Mamata_Banerjee