বেজে গেছে পুজোর ঘন্টা। আজ দ্বিতীয়া। আর এই আবহে সোমবার আলিপুর বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধন করার সময় ভিআইপিদের জন্য যেন কোনও রাস্তা বন্ধ না করা হয়, স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বডিগার্ড লাইনের পুজোর (Durga Puja) উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েলও। কলকাতার নগরপাল মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন, পুলিশের তরফে পুজোর সময় যান চলাচল থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠুভাবে করা হবে। সেই সময় মুখ্যমন্ত্রী বললেন, “কোনও কোনও নেতা-নেত্রীরা এই সময় পাইলট লাগিয়ে, যদি পুজো দেখতে যায়, তাতে আমার আপত্তি নেই। কিন্তু এর জন্য যেন রাস্তা বন্ধ না করা হয়। যান চলাচল যেন স্বাভাবিক থাকে।”
আরও পড়ুনঃ প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তা তৈরির ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ভিআইপিরা আসুন, ঠাকুর দেখুন। কিন্তু সাধারণ মানুষ যেভাবে যান, সেভাবে যান। এটা মাথায় রাখতে হবে। কোনওরকম বিশেষ কেয়ার যেন না হয়। কেউ যেন রাস্তা বন্ধ না করে দেন। আমি যদি দেখি কোথাও রাস্তা বন্ধ হচ্ছে, আমি কিন্তু অ্যাকশন নেব।” এই প্রসঙ্গে কথা বলার সময় গঙ্গাসাগরের মেলার প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমি পুজোর সময় কাউকে বিরক্ত করি না। গঙ্গাসাগরেও আমি ওই সময়ে কোনও ভিআইপিকে যেতে দিই না।”
আলিপুর বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধনের সময় পুলিশকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “তোমাদের মাথায় অনেক দায়িত্ব। অনেক বিদেশি নাগরিক এবার আসছেন। অনেকে ঘুরতেও শুরু করে দিয়েছেন। তাঁদের বাসে ‘ফরেনার্স টুরিস্ট বাস’ লেখার ব্যবস্থা করে, সেটাকে গ্রিন চ্যানেল করে দিও।”
মুখ্যমন্ত্রীর বার্তার পর কলকাতার নগরপাল বিনীত গোয়েলও বললেন, “দেশ বিদেশ থেকে যে সব মানুষ পুজো দেখতে আসেন, তাঁদের আমরা সবরকম সাহায্য করি। এর জন্য আমাদের যথেষ্ট সুনাম আছে। আমরা মুখ্যমন্ত্রীকে কথা দিচ্ছি, তাঁকে নিরাশ করব না। আগে আমরা যা কাজ করতাম, তার থেকে আরও ভালভাবে গোটা ব্যবস্থাপনা করব।” মুখ্যমন্ত্রীর বার্তার পর কলকাতার নগরপাল বিনীত গোয়েলও বললেন, “দেশ বিদেশ থেকে যে সব মানুষ পুজো দেখতে আসেন, তাঁদের আমরা সবরকম সাহায্য করি। এর জন্য আমাদের যথেষ্ট সুনাম আছে। আমরা মুখ্যমন্ত্রীকে কথা দিচ্ছি, তাঁকে নিরাশ করব না। আগে আমরা যা কাজ করতাম, তার থেকে আরও ভালভাবে গোটা ব্যবস্থাপনা করব।”