মানিকতলা উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের? প্রশ্ন অধীরের

মানিকতলা উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের? প্রশ্ন অধীরের। অধীর চৌধুরীর অভিযোগ, ১১ মাস কেটে যাওয়ার পরও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের, তা ভাবাচ্ছে সবাইকেই। অথচ ২০ দিনের মধ্যে সাগরদিঘির উপনির্বাচন ঘোষণা হয়ে গেল। আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের এই কেন্দ্রে ভোট হবে বলে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।

 

এই মর্মে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন কমিশনে চিঠি লিখছেন, কেন মানিকতলায় নির্বাচন নয়, শুধু সাগরদিঘিতে নির্বাচন হচ্ছে। বিধায়কের মৃত্যুর পর এক বছর ঘুরতে গেল, কেন ভোট হল না মানিকতলায়। তিনি প্রশ্ন তোলেন, তবে কি রাজ্য সরকারের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি? অধীর বলেন, সাধন পান্ডের মৃত্যুর পর দেশে উপনির্বাচন হয়েছে, তখনও মানিকতলার কথা ভাবা হয়নি, এখনও ভাবা হল না। তাহলে কবে ভোট হবে। কী এমন রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে, যার জন্য ভোট বিলম্বিত করা হচ্ছে?

আরও পড়ুন – এবার নয়া দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ, কি সেই দুর্নীতি

অভিযোগ, প্রার্থীপদ নিয়ে নিজেদের মধ্যে কোন্দলের জেরেই তৃণমূল কংগ্রেস মানিকতলার নির্বাচন বিলম্বিত করছে। কংগ্রেসের পাশাপাশি সিপিএম ও বিজেপিও একই প্রশ্ন ছুড়ে দিয়েছে।অধীর চৌধুরী বলেন, গত ২৯ ডিসেম্বর তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধায়ক শূন্য হয়েছে। সাকুল্যে ২০ দিন। অর্থাৎ একমাসও হয়নি। সেখানে সাত তাড়াতাড়ি উপনির্বাচন ঘোষণা করে দেওয়া হল।

 

উল্লেখ্য, মানিকতলা উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের? প্রশ্ন অধীরের। অধীর চৌধুরীর অভিযোগ, ১১ মাস কেটে যাওয়ার পরও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের, তা ভাবাচ্ছে সবাইকেই। অথচ ২০ দিনের মধ্যে সাগরদিঘির উপনির্বাচন ঘোষণা হয়ে গেল। আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের এই কেন্দ্রে ভোট হবে বলে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।

 

জনপ্রতিনিধি শূন্য হলে নির্বাচন করা হয়, এটাই নিয়ম। কিন্তু তা করতে হয় ৬ মাসের মধ্যে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, মানিকতলা ও সাগরদিঘিতে দোরোখা নিয়ম নিয়ে প্রশ্ন তুলেই ক্ষান্ত থাকছেন না। তিনি জাতীয় নির্বাচন কমিশনে এই মর্মে চিঠি লিখছেন। অধীর নিজে জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করতে চান দুই কেন্দ্রের ক্ষেত্রে এই দু’রকম নিয়ম নিয়ে।