রেশন মামলায় ইডির হাতে মেরুন ডাইরি, কী আছে তাতে?

রেশন মামলায় ইডির হাতে মেরুন ডাইরি, কী আছে তাতে?

রেশন দুর্নীতি মামলায় এবার ইডির হাতে এল এক নয়া তথ্য। একটি মেরুন ডায়েরি, তিনটি নোটবুক।  ইডি সূত্রে খবর, সেগুলি মিলেছে রেশন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে। ইতিমধ্যেই বেশ কয়েকবার মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ককে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। এবার ফের ইডির অফিসে তলব করা হল মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ককে। সূত্রের খবর, আগামী সোমবার তাঁকে ইডির অফিসে আরও এক দফা হাজিরা দিতে বলা হয়েছে।

 

সূত্র মারফত জানা যাচ্ছে, মেরুন ডায়েরির লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি ইডির অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইডি সূত্রে দাবি করা হচ্ছে, যে মেরুন ডায়েরিটি উদ্ধার হয়েছে তাতে লেখা আছে ‘বালুদা’র নাম। সেখানে তারিখ ধরে ধরে কোন দিন কার থেকে কত টাকা এসেছে, সেই টাকা কোথায় জমা রাখা হয়েছে, সেই সংক্রান্ত হিসেব লেখা রয়েছে। এছাড়া আর্থিক হিসেব সংক্রান্ত তিনটি নোটবুকও পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। যদিও মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস নোটবুকের বিষয়ে কিছুই জানেন না বলেই এর আগে সংবাদমাধ্যমে দাবি করেছেন।

আরও পড়ুনঃ মাথাভাঙায় বুনো হাতির থাবায় মৃত্যু হল এক ব্যক্তির

প্রসঙ্গত, ইডির তদন্তকারী অফিসাররা তেড়েফুঁড়ে রেশন দুর্নীতির তদন্তে আসরে নেমে পড়েছেন। শনিবার সকালেই ইডির আলাদা আলাদা টিম অভিযান চালাচ্ছে বনগাঁ, সল্টলেক, নদিয়া-সহ রাজ্যের একাধিক প্রান্তে। বেশ কয়েকজন রেশন ডিলারকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী অফিসাররা। এসবের মধ্যেই এবার মেরুন ডায়েরির রহস্যভেদ করতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখন দেখার মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক ইডির অফিসে হাজিরা দিলে, তাঁর থেকে নতুন কোনও তথ্য ইডির অফিসারদের হাতে আসে কি না।

 

প্রসঙ্গত, ইডির তদন্তকারী অফিসাররা তেড়েফুঁড়ে রেশন দুর্নীতির তদন্তে আসরে নেমে পড়েছেন। শনিবার সকালেই ইডির আলাদা আলাদা টিম অভিযান চালাচ্ছে বনগাঁ, সল্টলেক, নদিয়া-সহ রাজ্যের একাধিক প্রান্তে। বেশ কয়েকজন রেশন ডিলারকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী অফিসাররা। এসবের মধ্যেই এবার মেরুন ডায়েরির রহস্যভেদ করতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখন দেখার মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক ইডির অফিসে হাজিরা দিলে, তাঁর থেকে নতুন কোনও তথ্য ইডির অফিসারদের হাতে আসে কি না। এখন দেখার মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক ইডির অফিসে হাজিরা দিলে, তাঁর থেকে নতুন কোনও তথ্য ইডির অফিসারদের হাতে আসে কি না।

en.wikipedia.org