স্বাধীনতা দিবসে কখন শুরু, কখনই বা শেষ মেট্রো পরিষেবা? জানালেন কর্তৃপক্ষ, আগামী মঙ্গলবার উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) ১৮৮টি মেট্রো চালানো হবে। ৯৪টি আপে এবং ৯৪টি ডাউনে। দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান বাড়বে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানালেন মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার উত্তর-দক্ষিণ করিডোরে (ব্লু লাইন) ১৮৮টি মেট্রো চালানো হবে। ৯৪টি আপে এবং ৯৪টি ডাউনে। পূর্ব-পশ্চিম করিডোরে (গ্রিন লাইন) ৯০টি ট্রেন চালানো হবে। অন্যান্য দিনের মতো আগামী মঙ্গলবারও দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে সকালে ৬টা ৫০ মিনিটে। ওই একই সময়ে কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরগামী মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
অন্য দিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো চলবে ৬টা ৫৫ মিনিট থেকে। বাকি দিনের মতোই। আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে মেট্রো চলাচল শুরু হবে ৭টায়। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
আরও পড়ুন – নির্বাচন কমিশনার বাছাই করার প্যানেলে থাকবেন না প্রধান বিচারপতি, বিল পেশ রাজ্যসভায়
আরও পড়ুন – কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে ঘরের মাঠে বড় জয় মোহনবাগান সুপার জায়ান্টের
বাকি দিনের মতো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। ওই একই সময়ে কবি সুভাষ থেকে ছাড়বে দমদমগামী শেষ মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
আরও পড়ুন – পুজোর আগেই সিঙ্গুরের জন্য বড় খবর, ফের খুলছে ট্রমা কেয়ার সেন্টার
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )