খড়্গপুরের কছে লাইনচ্যুত লোকাল ট্রেন ! অল্পের জন্য রাখা পেলেন যাত্রীরা

খড়্গপুরের কছে লাইনচ্যুত লোকাল ট্রেন ! অল্পের জন্য রাখা পেলেন যাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খড়্গপুরের কছে লাইনচ্যুত লোকাল ট্রেন ! অল্পের জন্য রাখা পেলেন যাত্রীরা, হাওড়াগামী মেদিনীপুর লোকাল লাইনচ্যুত খড়্গপুরের কাছে, যাত্রীরা রয়েছেন নিরাপদেই,ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুর স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের বগি। ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ দুর্ভোগের মধ্যেই শনিবার লাইনচ্যুত হয়ে গেল মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের বগি। তবে সেই সময় ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। কারণ ওই রেলপথে কাজ চলছিল বলে রেল সূত্রে জানা গিয়েছে।

 

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক আদিত্য চৌধরি বলেন, “হাওড়াগামী ডাউন মেদিনীপুর লোকাল লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিছু ক্ষণের মধ্যে অন্য একটি ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে ডিআরএম খড়্গপুর পৌঁছন। ট্রেন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক। ওখানে লাইনে কাজ হচ্ছিল। কেন এমনটা হল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

 

আরও পড়ুন –  ‘একমাত্র মোদীই পারেন রাশিয়া-ইউক্রেনকে থামাতে’, মন্তব্য হোয়াইট হাউসের

 

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ৩৭ মিনিট নাগাদ গিরি ময়দান স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে ওই বিপত্তি। ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় আতঙ্কিত যাত্রীরা লাফ দিয়ে নেমে পড়েন। অসীম শর্মা নামে দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনটির যাত্রী বলেন, ‘‘আচমকা বুঝতে পারলাম ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। আমরা এখন হেঁটেই স্টেশনের দিকে যাচ্ছি।’’ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। সাময়িক ভাবে ডাউন লাইনে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তবে খোলা ছিল আপ লাইন। সেখান দিয়ে চলাচল করছে ট্রেন।

(সব খবর , ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top