Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক করল বিদেশ মন্ত্রক

কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক করল বিদেশ মন্ত্রক

কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক করল বিদেশ মন্ত্রক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কানাডার ৪১ জন কুটনৈতিককে দেশে ফেরানোর নির্দেশ, অন্যথায় হারাবেন রক্ষাকবচ

ভারত-কানাডার সংঘাত তুঙ্গে। নয়া মোড় কূটনৈতিক দ্বন্দ্ব। বুধবার কানাডার কিছু অংশে ভ্রমণের না করার বিষয়ে নাগরিকদের সতর্ক করল ভারত সরকার। ‘কানাডায় ভারত-বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা ঘৃণামূলক অপরাধ এবং হিংসা’ প্রেক্ষিতে সেই দেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ছাত্রদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

আরও পড়ুনঃ সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করল আদালত

কানাডায় বসবাসকারী ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। কানাডায় নাগরিক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার জন্য ভারত সরকারকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপরই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেচনা চরমে পৌঁছেছে। সেই প্রেক্ষাপটেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই উপদেশ জারি করা হল। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরেও প্রায় একই ধরনের পরামর্শ জারি করা হয়েছিল।’

 

বিদেশ মন্ত্রকের এদিনের বিবৃতিতে কানাডার সাম্প্রতিক খালিস্তানি হুমকি এবং হিংসার ঘটনাগুলির উল্লেখ করা হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, “কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা ঘৃণামূলক অপরাধ এবং হিংসার পরিপ্রেক্ষিতে, সেখানকার সমস্ত ভারতীয় নাগরিকদের এবং যারা সেই দেশে ভ্রমণের কথা ভাবছেন তাদের সর্বোচ্চ স্তরের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্প্রতি, ভারত বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করার জন্য ভারতীয় কূটনীতিক এবং ভারতীয় সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। তাই, কানাডার যে অঞ্চলগুলিতে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে, সেই জায়গাগুলিতে ভারতীয় নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

 

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের হাই কমিশন বা কনস্যুলেট জেনারেল কানাডায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।” কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ছাত্রদের ওট্টোয়াতে ভারতের হাইকমিশন বা টরন্টো এবং ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেটগুলিতে নিজেদের নাম নিবন্ধন করতে বলা হয়েছে। হাইকমিশন বা কনস্যুলেটগুলির নিজ নিজ ওয়েবসাইট বা ‘মদত’ পোর্টাল (madad.gov.in)-এর মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। তাদের নাম নিবন্ধিত থাকলে, কোনও জরুরি অবস্থায় বা অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে দ্রুত ও সহজে যোগাযোগ করতে পারবে ভারতীয় হাই কমিশন এবং কনস্যুলেট জেনারেল।

 

মজার বিষয় হল, ২৪ ঘণ্টা আগেই ভারতে বসবাসকারী কানাডিয়ানদের জন্যও একটি ভ্রমণ সংক্রান্ত পরামর্শ জারি করেছিল কানাডা সরকার। মঙ্গলবার, কানাডা সরকার বলেছিল, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত। তাই, তাদের নাগরিকদের এই কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ না করতে বলেছিল জাস্টিন ট্রুডো সরকার। কানাডার জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছিল, “অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন। এখানে সন্ত্রাসবাদ, নাগরিক অস্থিরতা ও অপহরণের হুমকি রয়েছে।” লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে অবশ্য বাধা নেই বলে জানিয়েছিল ট্রুডো প্রশাসন। একদিনের মধ্যেই ইটের জবাব পাটকেলে দিল নয়া দিল্লি।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top