শান্তিপূর্ণ অধিবেশন পরিচালনার বার্তা মোদীর। আজই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে দেশবাসীকে এবং বিরোধী দলগুলিকে নিয়ম মত বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বাজেট অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এই বছর প্রথম বাজেটে যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। সংসদে ঐতিহ্য যেমন প্রথম সাংসদদের বলার জন্য উৎসাহ দেওয়া।
ঠিক তেমনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম বাজেট অধিবেশনে যেন সকলে উৎসাহ দেন সেই আশা প্রকাশ করে সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামীকাল সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেট একটু বেশি পরিমানে গুরুত্বপূর্ণ। কারণ এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছরেই লোকসভা ভোট। তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না মোদী সরকার।
আন্তর্বর্তী কালীন বাজেট পেশ করবে। এবারে ভোটের কথা মাথায় রেখেন জনমোহিনী বাজেট পেশ করার সম্ভাবনা রয়েছে। আম জনতার জন্য একাধিক ঘোষণা থাকতে পারে এই বাজেটে। আগেই সেই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের আগে আজ অর্থনৈতিক সার্ভে পেশ করবেন। গত এক বছরে দেশের আর্থিক বিকাশ কোন পথে হয়েছে। জিডিপি বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যুতে খতিয়ান পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা
উল্লেখ্য, আজই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে দেশবাসীকে এবং বিরোধী দলগুলিকে নিয়ম মত বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বাজেট অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এই বছর প্রথম বাজেটে যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। সংসদে ঐতিহ্য যেমন প্রথম সাংসদদের বলার জন্য উৎসাহ দেওয়া।
ঠিক তেমনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম বাজেট অধিবেশনে যেন সকলে উৎসাহ দেন সেই আশা প্রকাশ করে সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামীকাল সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেট একটু বেশি পরিমানে গুরুত্বপূর্ণ। কারণ এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছরেই লোকসভা ভোট। তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবে না মোদী সরকার। শান্তিপূর্ণ