বাজেট অধিবেশনে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বাজেট অধিবেশনে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। রীতি মেনে রাজ্যসভা এবং লোকসভার সদস্যদের উদ্দেশ্যে সেন্ট্রাল হলে এদিন বক্তব্য পেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে দাবি করেছেন, আত্মবিশ্বাসে ভারত এখন শীর্ষে রয়েছে। গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। নানা ক্ষেত্রে আন্তজাতিক ইস্যুতেও ভারতই সমস্যা সমধান করছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।

 

এদিন তিনি আরও বলেন, আমাদের এমন এক তৈরি করতে হবে যেখানে দারিদ্র বলে কিছু থাকবে না। মধ্যবিত্তরাও হবেন বিত্তশালী। যে দেশে মহিলা এবং যুব সম্প্রদায় সামনের সারিতে থেকে সমাজকে পথ দেখাবে। যে দেশে যুব সম্প্রদায় সমাজের থেকে দুই ধাপ এগিয়ে থাকবে। পাশাপাশি রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, দুর্নীতি শেষ করতে বধ্যপরিকর এই সরকার। তিনি বলেন, আগে ট্যাক্স রিফান্ডের জন্যে অনেক দিন অপেরক্ষা করতে হত।

 

আর এখন মাত্র দুএক দিনেই সম্ভব হয় বলে জানিয়েছে। করের ক্ষেত্রে স্বচ্ছতা আনার বিষয়টিও তুলে ধরেছেন রাষ্ট্রপতি। ভাইব্রেন্ট ভিলেজেস, বেটি বাঁচাও বেটি পড়াও মতো স্কিমের প্রশংসা করেছেন তিনি। মনে করিয়ে দেন, কেন্দ্রের সরকার নিশ্চিত করেছে যে যে কোনও ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে। অন্যদিকে রাষ্ট্রপতি মুর্ম আরও বলছেন, অমৃতকালের ২৫ বছরে ভারতের উন্নয়নকে সর্বশিখরে নিয়ে যেতে হবে।

আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা

কেন্দ্রীয় সরকারকেও সাহসী এবং স্থায়ী সরকার বলেও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, ভারতের বৃহত্তম স্বপ্ন পুরনের জন্যে কাজ করছে সরকার। তাঁর মতে, ভারতীয়দের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে সেটাই সবথেকে বড় পরিবর্তন। এই প্রসঙ্গে কাশ্মীরে ৩৭০ ধারা, প্রত্যাহার, তিন তালাক পদ্ধতির অপসারণের কথাও এদিন মনে করিয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু।

 

উল্লেখ্য, বাজেট অধিবেশনে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। রীতি মেনে রাজ্যসভা এবং লোকসভার সদস্যদের উদ্দেশ্যে সেন্ট্রাল হলে এদিন বক্তব্য পেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে দাবি করেছেন, আত্মবিশ্বাসে ভারত এখন শীর্ষে রয়েছে। গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। নানা ক্ষেত্রে আন্তজাতিক ইস্যুতেও ভারতই সমস্যা সমধান করছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।  আত্মনির্ভর