পুরানো লুকে নতুন ভাবে ধরা দিলেন ক্যাপ্টেন কুল। কেন পুরানো লুক বললাম? ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতার পর বড় চুলের ধোনি নজর কেড়েছিলেন। সেই সময় ধোনি কাট জনপ্রিয় হয়েছিল গোটা দেশজুড়ে। এরপর ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর সকলকে চমকে দিয়ে ধোনি রাতারাতি ন্যাড়া হয়ে গিয়েছিলেন। এরপর আর তাঁকে কখনও দেখা যায়নি বড়ো চুলে। সম্প্রতি ধোনির একটি লুক ভাইরাল হয়, যেখানে দেখা যায় ২০০৭ সালের লুকে তিনি। অর্থাৎ, বড় চুল। তাঁর এই চুলের পিছনে রয়েছেন জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম।
আরও পড়ুনঃ সকাল সকাল ইয়েচুরির বাড়িতে পুলিশ, কেন, জানালেন তিনি নিজেই
কখনও ধোনি কাঁচা পাকা দাড়ি নিয়ে সামনে আসেন আবার কখনও তিনি তরুম প্লেয়ারদের লুক নিয়ে নেন। এবার তিনি সম্পূর্ণ অন্যরূপে। তাঁকে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। তবে রাতারাতি তাঁর এই পুরানো লুক নিয়ে নতুন ভাবে ফিরে আসাতে চমকে গিয়েছেন অনেকেই। সম্প্রতি, বিখ্যাত হেয়ার স্টাইলিশ আলিম হাকিম নিজে ধোনির ছবির ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। এবং জানিয়েছেন ধোনির এই লুক ভক্তদের জন্য। পাসাপাশি তিনি ধোনিকে ধন্যবাদ জানানস চুল নিয়ে পরীক্ষা নীরিক্ষা করার জন্য। তিনি জানান, ধোনি ও তিনি নিজেই ধোনির চুল বড় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর নতুন স্টাইল করা হয়েছে।
ইন্সটাগ্রাম পোস্ট আলি হাকিম বলেন, ‘আমি মাহি ভাইয়ের লম্বা চুলের দীর্ঘদিনের ফ্য়ান। আমরা দু’জনেই সিদ্ধান্ত নিয়েছি চুল নিয়ে নতুন কিছু করতে। আমি মাহি ভাইয়ের চুলটা নতুনভাবে তৈরি করাটাকে উপভোগ করেছি।’
ধোনির এই নতুন হেয়ারস্টাইলের কারণ কী জানা যায়নি। নিজের জন্য নাকি বিজ্ঞাপনের জন্য তিনি এই স্টাইল করেছেন তা পরিষ্কার নয়। তবে তাঁর এই চুলের পিছনে অনেকে তাঁর অবসরের ইঙ্গিত। ধোনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম যাত্রা শুরু করেন তখন তাঁর এই লম্বা চুল ছিল। আর এখন তিনি কেরিয়ারের শেষে দাঁঢ়িয়ে আছেন। ফলে সেই কারণে তিনি লম্বা চুল রেখেছেন বলে মনে করছেন অনেকে। অর্থাৎ, কেরিয়ারের শুরু ও শেষটা ধোনি একই হেয়ারস্টাইল দিয়ে করতে চান বলে মনে করছেন অনেকে।
ধোনির এই নতুন লুকের প্রশংসা করেন অনিল কপুর। তিনি বলেন, ‘ওকে দারুণ লাগছে আলিম। দারুণ হেয়ারস্টাইল এবং আলিম টাচ।’ চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে ধোনির ছবি শেয়ার করে তাঁর নতুন চুল স্টাইলের প্রশংসা করা হয়েছিল। কিছুদিন আগে ধোনিকে অবশ্য পোনিটেল নিয়ে দেখা গিয়েছিল মুম্বইতে।